For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেটে বিরল ঘটনা, দলের ১০ ব্যাটসম্যানই আউট ০ রানে!

ক্রিকেটে বিরল নজির। অনূর্ধ্ব-১৬ হ্যারিস শিল্ডের ম্যাচে প্রতিপক্ষ দলের দশ ব্যাটসম্যানকে ০ রানে আউট করল মুম্বইয়ের স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশানল স্কুল।

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেটে বিরল নজির। অনূর্ধ্ব-১৬ হ্যারিস শিল্ডের ম্যাচে প্রতিপক্ষ দলের দশ ব্যাটসম্যানকে ০ রানে আউট করল মুম্বইয়ের স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশানল স্কুল।

ক্রিকেটে বিরল ঘটনা, দলের ১০ ব্যাটসম্যানেই আউট ০ রানে!

আন্ধেরির ওয়েলফেয়ার সেন্টার স্কুলের বিরুদ্ধে ম্যাচে ৭৬১ রান তুলে প্রতিপক্ষ দলকে ৭ রানে অলআউট করে স্বামী বিবেকানন্দ স্কুল ৭৫৪ রানে ম্যাচ জিতে নেয়। ওয়েলফেয়ার দলের হয়ে কোনও ব্যাটসম্যান রানের খাতা খুলতে পারেনি।

দলের দশ ব্যাটসম্যানই ০ রানে সাজঘরে ফেরে। ইনিংসে বোরিভালির স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক স্কুলের দল অতিরিক্তি ৭ রান খরচ করে। একটি বাই ও ছটি হোয়াইড করে মোট অতিরিক্ত ৭ রান খরচ করে তারা।

ম্যাচে স্বামী বিবেকানন্দ স্কুলের দল ৪ উইকেট হারিয়ে পাহাড় প্রমাণ ৭৬১ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৩৩৮ রান করে মিত মায়েকর অপরাজিত থাকেন। মিতের ১৩৪ বলের ইনিংসে ৭টি ছয় ও ৫৬টি চার রয়েছে।

জবাবে ওয়েলফেয়ার দলের ব্যাটসম্যানরা শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে সমস্যায় পরে। দলের কোনও ব্যাটসম্যান ব্যক্তিগত রানের খাতা খুলতে পারেনি। বিবেকানন্দ স্কুলের দলের হয়ে ৩ রান খরচ করে অলোক পাল ৬ উইকেট , ভারাদ ভাজে ৩ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করে। হ্যারিস শিল্ড ক্রিকেট টুর্নামেন্টের ১২৬ বছরের ইতিহাসে এটাই কোনও দলের সবচেয়ে খারাপ ব্যাটিং কার্ড।

English summary
10 batsman dismissed for a zero in U-16 Harris Shield game
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X