For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ভারত-ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল নিয়ে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ২৯ মার্চ : ওয়াংখেড়ের মাঠে বৃহস্পতিবার হতে চলেছে ভারত ওয়েস্ট ইন্ডিজ টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল। আর এই খেলায় সবার চোখ থাকবে দুই দলের দুই মহাতারকার উপরে। এরা হলেন ক্রিস গেইল ও বিরাট কোহলি।

#WorldT20 : ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি

এই বিশ্বকাপে ব্যাট হাতে ভালো ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্য়াটিং দানব গেইল। ইতিমধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে একটি শতরান করা হয়ে গিয়েছে তাঁর। অন্যদিকে রবিবারের অস্ট্রেলিয়া ম্যাচের পরে বিরাট কোহলির কর্তৃত্ব প্রশ্নাতীত হয়ে পড়েছে।

এই অবস্থায় দুই দলে বিশেষ করে ভারতীয় দলে অনেক তারকা থাকলেও তাঁরা সকলেই যেন কোহলির ছায়ায় ঢাকা পড়ে গিয়েছেন। কোহলি আর গেইল দুজনেই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সে সতীর্থ। ফলে ব্যাটের লড়াইয়ে কে শেষ হাসি হাসেন সেদিকেই তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব।

তবে তার আগে জেনে নিন ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুটি দলকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য একনজরে।

প্রথমবার মুখোমুখি

প্রথমবার মুখোমুখি

ভারত-ওয়েস্ট ইন্ডিজ এই প্রথম টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলছে। এর আগে কখনও এই ফর্ম্যাটে মুখোমুখি হয়নি দুই দেশ।

এগিয়ে ক্যারিবিয়ানরা

এগিয়ে ক্যারিবিয়ানরা

২০০৯, ২০১০ ও ২০১৪ সালে গ্রুপ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দেশ। ক্যারিবিয়ানরা এগিয়ে ২-১ ব্যবধানে।

তিনবারই অধিনায়ক ধোনি

তিনবারই অধিনায়ক ধোনি

এর আগে টি২০ বিশ্বকাপের তিনটি ম্যাচেই ভারতের অধিনায়ক ছিলেন ধোনি। অন্যদিকে গেইল ২০০৯-২০১০ সালে ও ড্যারেন স্যামি ২০১৪ সালে অধিনায়কত্ব করেন।

সর্বোচ্চ রান গেইলের

সর্বোচ্চ রান গেইলের

দুই দলের মধ্যে খেলায় ক্রিস গেইল সর্বোচ্চ ৯৮ রান করেছেন। ২০১০ বিশ্বকাপে ৬৬ বলে এই রান করেন তিনি।

সেরা বোলার ব্র্যাভো

সেরা বোলার ব্র্যাভো

ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্য়ে টি২০ বিশ্বকাপের ম্যাচে সবচেয়ে সফল বোলিং করেছেন ডোয়েন ব্র্যাভো। ২০০৯ সালে লর্ডসে ৩৮ রানে ৪ উইকেট নেন তিনি।

ওয়াংখেড়ে স্টেডিয়াম

ওয়াংখেড়ে স্টেডিয়াম

মুম্বইয়ের এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল খেলা হবে। এই মাঠে ২০১১ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জিতেছিল ধোনির ভারত।

ভারতের এটি তৃতীয় সেমিফাইনাল

ভারতের এটি তৃতীয় সেমিফাইনাল

এই নিয়ে তৃতীয়বার সেমিফাইনাল খেলছে ভারত। এর আগের দুবারই (২০০৭ ও ২০১৪) জিতে ফাইনাল খেলেছিল ধোনির টিম।

ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ সেমিফাইনাল

ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ সেমিফাইনাল

এর আগে ২০০৯, ২০১২ ও ২০১৪ সালে সেমিফাইনাল খেলে ক্যারিবিয়ানরা। এর মধ্যে ২০১২ সালে তাঁরা চ্যাম্পিয়ন হয়।

সুযোগ ভারতের সামনে

সুযোগ ভারতের সামনে

ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে দ্বিতীয় দল হিসাবে তিনটি টি২০ বিশ্বকাপ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে ভারত। এর আগে শ্রীলঙ্কা ২০০৯, ২০১২ ও ২০১৪ সালে ফাইনালে উঠেছে।

ইতিহাসের সামনে দাঁড়িয়ে ধোনি

ইতিহাসের সামনে দাঁড়িয়ে ধোনি

এবার ফাইনালে উঠতে পারলে একমাত্র অধিনায়ক হিসাবে তিনটি টি২০ বিশ্বকাপের ফাইনাল খেলবেন মহেন্দ্র সিং ধোনি।

English summary
10 facts about India-West Indies World T20 semi-final in Mumbai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X