For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫ : ভারত-জিম্বাবোয়ে ম্যাচ নিয়ে গুরুত্বপূর্ণ ১০টি তথ্য

Google Oneindia Bengali News

অকল্যান্ড, ১২ মার্চ : আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫-এ যেভাবে টিম ইন ব্লু খেলছে তাতে খুব সহজেই শনিবার জিম্বাবোয়েকে হারানো উচিত ভারতের। আগামী শনিবার ১৪ মার্চ ভারতীয় সম্য় সকাল ৬ টা ৩০ মিনিটে জিম্বাবোয়ের মুখোমুখি হবে ভারত। যদিও প্রতিদ্বন্দ্বী হিসাবে জিম্বাবোয়েকে একেবারেই হাল্কা ভাবে নিতে নারাজ ভারতীয় দল।

<strong>বিশ্বকাপের খাস খবর</strong>বিশ্বকাপের খাস খবর

এখনও পর্যন্ত বিশ্বকাপ ২০১৫-এ সবকটি ম্যাচেই জয় পেয়েছে ভারত। পাঁচটি ম্যাচ টানা জিতে ইতিমধ্যেই রেকর্ড করেছে ভারতীয় দল। এখন ভারতীয় দলের লক্ষ্য জিম্বাবোয়েকে হারিয়ে গ্রুপ স্তরের সব ম্যাচ জিতে নক আউট পর্বে যাওয়া।

আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫ : ভারত-জিম্বাবোয়ে ম্যাচ নিয়ে গুরুত্বপূর্ণ ১০টি তথ্য

ভারত-জিম্বাবোয়ে ম্যাচ নিয়ে গুরুতবপূর্ণ ১০টি তথ্য

১. বিশ্বকাপে এপর্যন্ত ৮ বার মুখোমুখি হয়েছে ভারত-জিম্বাবোয়ে। ভারত ৭টি ম্যাচ জিতেছে, জিম্বাবোয়ে ১টি। ২০০৩ সাল থেকে একে অপরের মুখোমুখি হয়নি এই দুই দল।

২. ১৯৮৩ সালে প্রথমবার বিশ্বকাপে মুখোমুখি হয় এই দুই দল। সেই ম্যাচে জিম্বাবোয়েকে হারিয়েছিল ভারত।

৩. ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ ফ্লেচার ১৯৮৩ সালে জিম্বাবোয়ে দলের অধিনায়ক ছিলেন।

৪. ১৯৮৩ সালে কপিল দেবের ১৭৫ রান দুই দলের ব্যক্তিগত রানের মধ্যে সেরা। জিম্বাবোয়ের তরফে কেভিন কুরানের ৭৩ রানই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে করা সর্বোচ্চ রান।

৫. বিশ্বকাপ ইতিহাসে ভারতের বিরুদ্ধে জিম্বাবোয়ের কোনও ব্যাটসম্যানই শতরান করতে পারেননি।

৬. মদন লাল এবং জাভাগাল শ্রীনাথের ৬টি করে উইকেট জিম্বাবোয়ের বিরুদ্ধে ব্যক্তিগত নেওয়া সবচেয়ে বেশি উইকেট এক ইনিংসে।

৭. কপিল দেবের রান সর্বোচ্চ - ৪ ইনিংসে সংগ্রহ ২২৮ রান, জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের ৪ ইনিংসে ১৬১ রান সর্বোচ্চ।

৮. সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ - ৫ (মহম্মদ আজহারউদ্দিন, কপিল দেব, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, ইয়ান বুচার, ডেভ হাউটন, অ্যান্ডি পাইক্রফ্ট, জন ট্রাইকোস)

৯. ভারতের সর্বোচ্চ রান - ২৬৬/৮ (১৯৮৩ সালে), জিম্বাবোয়ে ২৫২/৯ (১৯৯৯ সালে)

১০. একদিনের ম্যাচে ভারত-জিম্বাবোয়ে মোট ৫৭ বার মুখোমুখি হয়েছে। ভারত ৪৪টিতে জিতেছে এবং ১০টিতে হেরেছে। ২টি ম্যাচ ড্র হয়েছে একটি অমীমাংসিত থেকে গিয়েছে।

English summary
10 facts about India-Zimbabwe World Cup match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X