For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জুটিতে লুটি, তৃতীয় ম্যাচে কুল-চা'র সেঞ্চুরি! জোরালো হল বিশ্বকাপে জোড়া ফলা খেলানোর দাবি

নিউজিল্যান্ড বনাম ভারত তৃতীয় ওডিআই ম্যাচে ভারতীয় স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল একদিনের আন্তর্জাতিক ম্যাচে জুটি হিসেবে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন।

Google Oneindia Bengali News

সোমবার (২৮ জানুয়ারি) নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ফের এক মাইলফলকে পৌঁছে গেলেন ভারতের কুল-চা জুটি, অর্থাত রিস্টস্পিনারদ্বয় - কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। এদিন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে ১৭তম ওভারে ফিরিয়ে দেন চাহাল। আর এই উইকেটের সঙ্গে সঙ্গে স্পিনার জুটি হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁরা ১০০ উইকেট দখল করলেন।

জুটিতে লুটি, তৃতীয় ম্যাচে কুল-চার সেঞ্চুরি

গত কয়েক বছরে সাদা বলের ক্রিকেটে রিস্ট স্পিনারদের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে ভারতীয় দলে ক্রমেই গুরুত্ব বেড়েছে কুল-চা জুটির। উপমহাদেশে দুজনেই দলের নিয়মিত সদস্য হলেও ক্রমে যে কোনও পরিবেশেই তাঁরা দলের অপরিহার্য অংশ হয়ে উঠছেন। নিউজিল্যান্ড সফরের প্রথম দুটি ম্যাচেই ম্যাচেই কুলদীপ ৪টি করে ও চাহাল ২টি করে উইকেট নেন। সোমবারের আগে, সব মিলিয়ে ২৫ ওডিআইতে একসঙ্গে খেলে তাঁরা জুটিতে ৯৯ উইকেট দখল করেছিলেন। এদিন কুলদীপ উইকেট না পেলেও চাহাল ২টি উইকেট পান। কাজেই বর্তমানে ২৬ ম্যাচে কুল-চা জুটির সংগ্রহ দাঁড়াল ১০১টি উইকেট।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">That's 100 wickets between our very own <a href="https://twitter.com/hashtag/KulCha?src=hash&ref_src=twsrc%5Etfw">#KulCha</a> in ODIs<a href="https://twitter.com/hashtag/NZvIND?src=hash&ref_src=twsrc%5Etfw">#NZvIND</a> <a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> <a href="https://t.co/MaYyNFtgn2">pic.twitter.com/MaYyNFtgn2</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1089735922302693377?ref_src=twsrc%5Etfw">January 28, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

বিশ্বকাপ খেলা হবে ইংল্যান্ডে। যেখানে জোরে বোলাররাই সাহায্য পান। কাজেই সেখানে দুজন স্পিনার খেলানো নিয়ে দোনোমোনো রয়েছে ভারতীয় শিবির। কিন্তু পরিসংখ্য়ান কিন্তু বলছে জুটি হিসেবে খেলেই বেশি সফল কুল-চা।

এখনও পর্যন্ত দুজনেই মোট ৩৮ টি করে ওডিআই খেলেছেন। কুলদীপ উইকেট পেয়েছেন ৭৭টি। আর যুজবেন্দ্র চাহালের শিকার ৬৮ উইকেট। আর জুটি হিসেবে ২৬ ম্যাচে ১০১টি উইকেট নেওয়ায়, ম্য়াচ প্রতি তাঁদের জুটি ৪টি করে উইকেট নিয়েছে।

সেই সঙ্গে অপরপ্রান্তে চাহাল থাকলে কুলদীপের বলের ধার আরও বেড়ে যায়। একসঙ্গে খেলা ২৬টি ম্যাচে কুলদীপের সংগ্রহ ৫৯টি উইকেট (ম্যাচ প্রতি ২.৩টি), আর বাকি ১২টি ম্যাচে পেয়েছেন মাত্র ১৮টি উইকেট। চাহালের ক্ষেত্রে অবশ্য এই বিষয়টি খাটে না, তবে তিনি নিজেই জানিয়েছেন কুলদীপের সঙ্গে জুটি বেঁধে বল করতেই তিনি বেশি সাচ্ছন্দ বোধ করেন। কাজেই, তাদের জুটির সেঞ্চুরি উইকেটে আরও একবার বিশ্বকাপের তাঁদের একসঙ্গে খেলানোর দাবি জোরালো হল।

English summary
Indian spinners Kuldeep Yadav and Yuzvendra Chahal have reached the 100 wickets milestone as a pair in ODI during the 3rd ODI match between New Zealand and India.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X