For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৮ এপ্রিল : ২০০৭ সালে অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক, লয়েডকে ছুঁয়েছিলেন পন্টিং

২৮ এপ্রিল : ২০০৭ সালে অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক, লয়েডকে ছুঁয়েছিলেন পন্টিং

  • |
Google Oneindia Bengali News

১৩ বছর আগের ২৭ এপ্রিল ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক করেছিল অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে এক অতিমানবিক ইনিংস খেলেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। একই সঙ্গে দফায় দফায় বৃষ্টি, আম্পায়ারদের দোটনা সহ একাধিক কারণে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার সেই বিশ্বকাপ ফাইনাল মনে রেখেছেন ক্রিকেট প্রেমীরা।

ফাইনালে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা

ফাইনালে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা

ওই বিশ্বকাপের গ্রুপ ও সুপার এইট পর্বের ১০টির মধ্যে সবকটি ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছেছিল অস্ট্রেলিয়া। শেষ চারের প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল রিকি পন্টিং শিবির। অন্যদিকে শ্রীলঙ্কাও ওই বিশ্বকাপের সুপার এইট পর্বের সাত ম্যাচের পাঁচটিতে জিতে সেমিফাইনালে পৌঁছেছিল। শক্তিশালী নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল মাহেলা জয়াবর্ধনের দল।

গিলক্রিস্ট ঝড় ও বৃষ্টি

গিলক্রিস্ট ঝড় ও বৃষ্টি

ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ২০০৭ বিশ্বকাপ ফাইনাল আয়োজনের ক্ষেত্রে প্রথম বাধা হয়ে নেমে এসেছিল বৃষ্টি। ফলে দুই তরফেই ১২ ওভার করে কমিয়ে দেওয়া হয়েছিল। ৩৮ ওভারের ওই ম্যাচে আগে ব্যাট করে ৭.৩৯-র গড়ে পাহাড়প্রমাণ ২৮১ রান তুলেছিল অস্ট্রেলিয়া। সৌজন্যে অ্যাডাম গিলক্রিস্টের ১০৪ বলে ১৪৯ রানের অতিমানবিক ইনিংস। ১৩টি চার ও ৮টি ছক্কা দিয়ে সাজানো ওই ইনিংস বিশ্বকাপ ফাইনালে বিরল।

শ্রীলঙ্কার জবাব

শ্রীলঙ্কার জবাব

জবাবে শ্রীলঙ্কার শুরুটা ভালো হলেও ফের বৃষ্টি মাহেলা জয়াবর্ধনে শিবিরের কাছ থেকে আরও ২ ওভার কেড়ে নেয়। শ্রীলঙ্কার সামনে ২৬৯ রানের টার্গেট খাড়া করা হয়েছিল। ৩৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৬ রান তুলতে সক্ষম হয়েছিল দ্বীপরাষ্ট্রের দল। আর তখনই ফের ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল। ডার্কওয়াথ-লুইস পদ্ধতিতে ওই ম্যাচ তখনই অস্ট্রেলিয়ার জেতার কথা থাকলেও, ম্যাচ রিজার্ভ ডে-তে টেনে নিয়ে যাওয়ার ভাবনা-চিন্তা শুরু করেছিলেন আম্পায়াররা। যদিও পরে দুই দলের অধিনায়কের সম্মতি নিয়েই কার্যত অন্ধকারে বাকি তিন ওভার সম্পন্ন করানো হয়েছিল।

অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক

অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক

১৯৯৯, ২০০৩-র পর ২০০৭, পরপর তিনবার ক্রিকেট বিশ্বকাপ জিতে ইতিহাস রচনা করেছিল অস্ট্রেলিয়া। দেশকে পরপর দুই বার বিশ্বকাপ পাইয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড ক্লাইভ লয়েডকে ছুঁয়েছিলেন পন্টিং। ১৯৭৫ ও ১৯৭৯ সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে গিয়েছিলেন লয়েড।

English summary
13 years ago on this day Ricky Ponting equals legend Clive Lloyd
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X