For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেনজির ঘটনা! এক ম্যাচে ১৩৬টি ওয়াইড দিলেন ভারতীয় বোলাররা

অনূর্ধ্ব ১৯ মহিলাদের একদিনের ম্যাচে নাগাল্যান্ড ও মনিপুরের দল একে অপরকে ওয়াইড দেওয়ায় ছাপিয়ে গেল।

  • |
Google Oneindia Bengali News

এমন ঘটনা ভারতীয় ঘরোয়া ক্রিকেটে আগে ঘটেনি। বিশ্ব ক্রিকেটেও এমন উদাহরণ রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। বোর্ডের অনূর্ধ্ব ১৯ মহিলাদের একদিনের ম্যাচে নাগাল্যান্ড ও মনিপুরের দল একে অপরকে ওয়াইড দেওয়ায় ছাপিয়ে গেল।

বেনজির ঘটনা! এক ম্যাচে ১৩৬টি ওয়াইড দিলেন ভারতীয় বোলাররা

খেলাটি হয় ধানবাদে। সেই ম্যাচে মনিপুর প্রথমে বল করে ৯৪টি ওয়াইড দেয়। জবাবে বল করার সময় নাগাল্যান্ড গোটা ইনিংসে মাত্র ৪২টি ওয়াইড দেয়। সবমিলিয়ে ম্যাচে মোট ওয়াইডের সংখ্যা ১৩৬।

ম্যাচটি নাগাল্যান্ড ১১৭ রানে জিতেছে। চার পয়েন্টও পেয়েছে। তবে সারা ম্যাচেই দুই দলের মহিলা ক্রিকেটাররা ২২ গজের মাঝে বল রাখতে ব্যর্থ হয়েছেন। নাগাল্যান্ড প্রথমে ব্যাট করে ৩৮ ওভারে ২১৫ রান করে।। নাগাল্যান্ডের হয়ে মুসকান (৫৪) ও পরী (২৪) রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে মনিপুর ২৭.৩ ওভারে ৯৮ রানে অলআউট হয়ে যায়। এর মধ্যে ৪২ রান আসে ওয়াইড থেকে। ব্যাটের পর বল হাতে পরী ১৬ রান দিয়ে ৫ উইকেট নেন।

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিকে ক্রিকেটের সঙ্গে জুড়তে চাইছে ভারতীয় বোর্ড। মনিপুর বা নাগাল্যান্ড দল এত ওয়াইড দিলেও তাই বোর্ড কর্তারা অখুশি নন। মহিলারা দেশের এই অংশে ক্রিকেট খেলছেন সেটাই বা কম কথা কী। ধীরে ধীরে ম্যাচ খেলার অভ্যাস হলেই পরিস্থিতির বদ হবে বলে আশাবাদী সকলে।

English summary
136 wide balls were bowled during a BCCI U-19 women's one-day match between Nagaland and Manipur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X