For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৪ বছর আগে আজকের দিনে গাভাস্করের কোন রেকর্ড ভাঙেন সচিন?

১৪ বছর আগে আজকের দিনে গাভাস্করের কোন রেকর্ড ভাঙেন সচিন?

  • |
Google Oneindia Bengali News

১৪ বছর আগে অর্থাৎ ২০০৫ সালে আজকেরই দিনে টেস্ট শতরানে ভারতীয় লেজেন্ড সুনীল গাভাস্করকে টপকে গিয়েছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। তারপর আরও অনেকটা পথ হেঁটে লাল বলের ক্রিকেটে সর্বোচ্চ শতরানের মালিক হন সচিন। তাঁর সেই রেকর্ড এখনও অক্ষত।

২০০৫-র ১০ ডিসেম্বর

২০০৫-র ১০ ডিসেম্বর

২০০৫ সালের ১০ ডিসেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (তৎকালীন ফিরোজ শাহ কোটলা) টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচে টসে জিতে আগে ব্যাট করেছিল ভারত। প্রথম ইনিংসে ১৯৬ বলে ১০৯ রান করেছিলেন সচিন তেন্ডুলকর। ইনিংসে ১৪টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। ভিভিএস লক্ষ্মণ (৬৯) ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের (৪০) সঙ্গে দুটি পৃথক পার্টনারশিপ গড়ে ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার।

গাভাস্করকে টপকে

গাভাস্করকে টপকে

দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের শতরান তাঁর কেরিয়ারের ৩৫তম। একই সঙ্গে শতরানের সংখ্যায় দেশের ক্রিকেট লেজেন্ড সুনীল গাভাস্করকে (৩৪টি) টপকে যান মাস্টার ব্লাস্টার। এরপরেই কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে যান সচিন।

টেস্টে মোট শতরান

টেস্টে মোট শতরান

২০১৩ সালে ক্রিকেটকে পাকাপাকি ভাবে বিদায় জানান সচিন তেন্ডুলকর। ২০০৫ থেকে শেষ আট বছরে আরও ১৬টি শতরান করেন মাস্টার ব্লাস্টার। তাঁর সর্বমোট শতরানের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৫১-এ।

সচিনের মোট শতরান

সচিনের মোট শতরান

একদিনের ক্রিকেটে ৪৯টি শতরানের মালিক সচিন তেন্ডুলকর। সবমিলিয়ে ক্রিকেট কেরিয়ারে মোট ১০০টি শতরানের মালিক মাস্টার ব্লাস্টার। এখনও পর্যন্ত তার ধারেকাছে কেউ নেই।

English summary
14 years ago on this day Sachin Tendulkar surpassed Sunil Gavaskar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X