For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লড়াইয়ে মোদীর ত্রাণে সাহায্য করতে নিজের ট্রফি বেচলেন ১৫ বছরের খেলোয়াড়

করোনা লড়াইয়ে মোদীর ত্রাণে সাহায্য করতে নিজের ট্রফি বেচলেন ১৫ বছরের খেলোয়াড়

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন থেকে বর্তমান, মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশসেবায় আর্থিক সাহায্যের বাড়িয়ে দিয়েছেন অনেকে। কিংবদন্তি সচিন তেন্ডুলকর থেকে দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় করোনা মোকাবিলায় সাহায্য করেছেন। রাজ্যের প্রশাসনের ত্রাণ তহবিলে দানের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর আপতকালীন ফান্ডে দান করেছেন সচিন-সৌরভ, যুবি-রায়না, বিরাট-রোহিতরা। এবার করোনার বিরুদ্ধে যুদ্ধে দেশসেবায় নিজের ট্রফি বেচলেন কিশোর গল্ফার।

করোনা লড়াইয়ে মোদীর ত্রাণে সাহায্য করতে নিজের ট্রফি বেচলেন ১৫ বছরের খেলোয়াড়

ভারতের ১৫ বছরের কিশোর গল্ফার অর্জুন ভাটি করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৪.৩০ লক্ষ টাকা দান করেছেন। তবে এই দানে সবচেয়ে নজর কাড়া তথ্য নিজের ট্রফি বেছে টাকার জোগাড়ের পথে হেঁটেছেন অর্জুন।

বিক্রি করে দেওয়া এই ট্রফির তালিকায়ে অর্জুনের কেরিয়ারের সেরা তিনট ট্রফি রয়েছে। ৩টি বিশ্ব গল্ফ চ্যাম্পিয়নশিপ ট্রফি(জুনিয়র) ও জাতীয় চ্যাম্পিয়নশিপ ট্রফি(জুনিয়র) বিক্রি করে দিয়েছেন নয়ডার এই গল্ফার। এরপর করোনা মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর আপতকালীন ত্রাণে সেই অর্থ দান করেন অর্জুন।

করোনা লড়াইয়ে মোদীর ত্রাণে সাহায্য করতে নিজের ট্রফি বেচলেন ১৫ বছরের খেলোয়াড়

সেই সঙ্গে ১৫ বছরে কিশোর গল্ফার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'একজন খেলোয়াড়ের দেশের জন্য নিবেদিত প্রাণ হওয়া উচিত। করোনার বিরুদ্ধে দেশ লড়াই চালাচ্ছে। প্রত্যেকে আমরা এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে আমাদের এখন দেশের পাশে দাঁড়ানো উচিত। আমি সাধ্যমত চেষ্টা করলাম। আপনাদেরও কঠিন লড়াইয়ে পাশে পাব বলে আশা রাখছি।'

English summary
15 year old Golfer Arjun Bhati raises Rs 4.30 lakh by selling all trophies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X