For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাকে হারিয়ে দেশে ফেরা নয়! লড়াইয়ে থেকে অজিদের নাচিয়ে ছাড়লেন ১৬ বছরের পাক উঠতি পেসার

অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের নিজের বোলিংয়ের ছন্দে নাচিয়ে ছাড়ল ১৬ বছরের পাক কিশোর পেসার। ২১ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে পাকিস্তান।

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের নিজের বোলিংয়ের ছন্দে নাচিয়ে ছাড়ল ১৬ বছরের পাক কিশোর পেসার। ২১ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে পাকিস্তান। সেই ম্যাচের আগে প্রস্তুতিতে চোখ কাড়লেন পাক দলের ষোলো বছরের পেস সেনশেসন নাসিম শাহ।

সোমবার মাকে হারান কিশোর পেসার

উল্লেখ্য চলতি সপ্তাহের সোমবার মাকে হারান ১৬ বছরের কিশোর নাসিম। টেস্ট শুরু হতে এখনও অনেকটা দেরী রয়েছে। সেকারণেই সতীর্থ ক্রিকেটাররা তাঁকে দেশে ফিরে যেতে বলেছিল। ম্যাচ ছেড়ে অবশ্য পালালনি তিনি। কঠিন লড়াইয়ে বল হাতে নিজের পারফর্ম্যান্সের মধ্যে দিয়ে প্রয়াত মাকে শ্রদ্ধা জানালেন নাসিম।

অজি ব্যাটসম্যানকে নাচিয়ে ছাড়লেন নাসিম

অস্ট্রেলিয়ার এ দলের বিরুদ্ধে প্রস্তুতিতে বাঁ-হাতি ব্যাটসম্যান উসমান খোয়াজাকে নাচিয়ে ছাড়েন শাহ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে বাউন্সারের আঘাতে অজি ব্যাটসম্যানদের নাচিয়ে ছেড়েছেন তরুণ পেসার। সেই সঙ্গে শর্ট বল করার ক্ষেত্রেও নাসিমের নিয়ন্ত্রণ রয়েছে। শর্ট বলে অজি দলের বাঁ-হাতি হ্যারিসকে আউট করেছেন তিনি। ১৬ বছরের পেসারের গতি ও বাউন্সের তারিফ করছে ক্রিকেটমহল।

একনজরে শাহের পারফর্ম্যান্স

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৮ ওভার হাত ঘুরিয়ে ৩ টি মেডেন দেন শাহ। সেই সঙ্গে ২১ রান খরচ করে ১টি উইকেট পেয়েছেন।আসন্ন টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার গতি সহায়ক উইকেটে পাক দলের তরুণ পেসার শাহ অন্যতম গেম চেঞ্জার হতে পারেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে পাকিস্তান গোলাপি বলে দিন রাতের প্রস্তুতি ম্যাচ খেলেছে।

English summary
16 years old Pak pacer Naseem Shah makes Aus batsmen dance in practice match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X