For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একই পরিবারের দুই ভাই, বড় দর পেলেন আইপিএল-এ - কিন্তু পরিবার পড়ল ধর্ম সঙ্কটে

পাতিয়ালার ক্রিকেটার আনমোলপ্রিত ও তাঁর তুতোভাই প্রভসিমরন আইপিএলে বড় চুক্তি পেয়েছেন। 

  • |
Google Oneindia Bengali News

আনমোলপ্রিত সিং ও প্রভসিমরন সিং, মঙ্গলবারের আইপিএল নিলামে পাতিয়ালার এক যৌথ পরিবারের দুই ভাইই বেশ বড় দর পেয়েছেন। কিন্তু তাদের ক্রিকেটার হওয়াই হত না। কারণ বাড়ির সকলে চাইতেন তাঁরা হ্যান্ডবল খেলুন। বাড়িতে যে কয়েক প্রজন্ম ধরে হ্য়ান্ডবলেরই প্রচলন ছিল।

একই পরিবারের দুই ভাই, বড় দর পেলেন আইপিএল-এ

বস্তুত আনমোলপ্রিতের বাবা সতবিন্দর সিং ভারতের প্রাক্তন হ্য়ান্ডবল খেলোয়াড়। তিনি জানিয়েছেন, তাঁদের বাড়ির পিছনে বশ কয়েকটি হ্যান্ডবল গোলপোস্ট ছিল। কিন্তু ছোট থেকেই দুই তুতো ভাই আনমোলপ্রিত ও প্রভসিমরন সেখানে ক্রিকেট খেলতেন। তাতে রেগেই যেতেন সতবিন্দর। এখন অবশ্য সেসব গোলপোস্ট উঠে গিয়ে ক্রিকেট নেট বসে গিয়েছে।

সতবিন্দর জানিয়েছেন, ক্রিকেট খেলা তাঁর কোনওকালেই পছন্দের নয়। কিন্তু নিয়তি তাঁদের জন্য অন্য কিছুই ঠিক করে রেখেছিল। এখন অবশ্য আনমোলপ্রিত ও প্রভসিমরনকে নিয়ে তাঁদের পরিবার খুবই গর্বিত। আইপিএল নিলামের দিন মাঝরাত পর্যন্ত দুই ভাইয়ের সাফল্য তাঁরা উদযাপন করেছেন। সামিল হয়েছিলেন প্রতিবেশীরাও।

১৮ বছরের উকেটরক্ষক-ব্য়াটসম্য়ান প্রভসিমরনকে ৪.৮ কোটি টাকায় কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব, আর ২০ বছরের আনমোলপ্রিতের জন্য ৮০ লক্ষ টাকা খরচ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রভসিমরন জানিয়েছেন দাদা আননমোলপ্রিতকে কোনও না কোনও দল নেবে এই ব্যাপারে নিশ্চিত ছিলেন তাঁরা। কিন্তু, তিনি নিজে যে এত বেশি অর্থের চুক্তি পাবেন তা ভাবতেও পারেননি তিনি।

এখন কিন্তু ধর্মসঙ্কটে পড়েছে তাদের যৌথ পরিবার। দুই ভাই রয়েছেন দুটি ভিন্ন দলে। কাজেই আইপিএল-এ কাকে সমর্থন করবেন তা নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে যেতে পারে তাদের পরিবার। পরিবারের সদস্যরা বলছেন, কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে যখন, তখন খেলা আরও জমবে!

English summary
Patiala cricketers Anmolpreet and cousin Prabhsimran have got huge IPL contracts.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X