For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বমঞ্চে মিতালি-ঝুলনদের লড়াইয়ের কাহিনি, যা বিশেষ করে রাখবে ২০১৭ কে

২০১৭ বিদায়ের পথে, দরজায় কড়া নাড়ছে আরও একটি নতুন বছর, ২০১৮। এই গোটা বছরে পাওয়া না পাওয়া অনেক কিছুই আছে। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

২০১৭ বিদায়ের পথে, দরজায় কড়া নাড়ছে আরও একটি নতুন বছর, ২০১৮। এই গোটা বছরে পাওয়া না পাওয়া অনেক কিছুই আছে। তবে প্রাপ্তির ঝুলি ভরে উপচে গেছে অনেকক্ষেত্রে। সেরকমটাই করে দেখিয়েছিলেন ভারতীয় ললনারা। মহিলা বিশ্বকাপে এবারের ভারতীয় মেয়েদের পারফরম্যান্স যেন সেরকই একটা উপচে পড়া আনন্দের ভান্ডার। এখন বছর শেষের পথে এসে ফিরে দেখা সেই অধ্যায়ের কয়েকটি পাতা।

দিনটা ২৩ জুলাই

দিনটা ২৩ জুলাই

করল, লড়ল, জিতল- তবে হৃদয়। ২০১৭ মহিলা বিশ্বকাপের ফাইনালে দারুণ লড়েও কাপ ঘরে তোলা হল না ভারতীয় মহিলাদের। ভারতকে ৯ রানে হারিয়ে চতুর্থবারের জন্য বিশ্বকাপ ঘরে তুলল ইংল্যান্ড। রবিবার লর্ডসে বিশ্বকাপ ঘরে তোলার জন্য ভারতীয় মহিলাদের লক্ষ্য ছিল ২২৯ রান। এদিন শুরুটা মন্দ করেনি ভারত। ইংল্যান্ডকে বেঁধে রেখেছিল ৭ উইকেটে ২২৮ রানে। বাংলার ঝুলন গোস্বামী আগুনে বোলিং করেন। তবে ব্যাট করতে নেমেই খানিকটা হোঁচট খায় ভারত। স্মৃতি মন্ধানা দ্রুত প্যাভিলিয়নে ফেরার পর তাড়াতাড়ি ফেরেন অধিনায়ক মিতালী রাজও। তবে হরমনপ্রীত কউরও পুনম রাউতরা ভালোই খেলছিলেন। কিন্তু তারপরেও একে একে আঘাত আসে। টপ অর্ডার প্যাভিলিয়নে ফিরতে ল়ড়াই চালালেন টেল এন্ডাররা। কিন্তু স্রাবসোলের আগুন যেন ইংল্যান্ডকেই কাপ তুলে দেওয়া লক্ষ্যে ছিল তাই পরপর উইকেট হারিয়ে ৪৮.৪ ওভারে ২১৯ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ৯ রানে ভারতকে হারিয়ে চতুর্থবারের জন্য বিশ্বকাপ জিতে নিল ইংল্যান্ড। ৬টি উইকেট নেন ইংল্যান্ডের স্রাবসোল।

[আরও পড়ুন:২০১৮ সালে বিদেশে কোথায় সফর করবেন নরেন্দ্র মোদী, তালিকায় রয়েছে কোন কোন দেশ][আরও পড়ুন:২০১৮ সালে বিদেশে কোথায় সফর করবেন নরেন্দ্র মোদী, তালিকায় রয়েছে কোন কোন দেশ]

সেদিন মিতালি যা বলেছিলেন

সেদিন মিতালি যা বলেছিলেন

ম্যাচের বিষয়ে কথা বলতে গিয়ে মিতালি জানান, স্নায়ুর চাপ ধরে রেখে ভালো খেলেছে ইংল্যান্ড। এটা তাদের পক্ষে সহজ ছিলনা। খেলার গুরুত্বপূর্ণ সময়ে তারা ভালো খেলেছে। পাশপাশি, ভারতীয় মহিলা দলের উদ্দেশে তিনি বলেন, 'আমি আমার মেয়েদের বলতে চাই, আমি তাঁদের জন্য় গর্বিত। তাঁরা সহজে কাউকে জয় ছিনিয়ে নিতে দেয়নি।' এছাড়াও মিতালি মাঠে উপস্থিত দর্শকদের সমর্থনকেও ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, এবার থেকে হয়তো ভারতের মহিলা ক্রিকেটারদের দিকেও তাকিয়ে থাকবে দেশ। এদিন, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে, মিতালি ভূয়সী প্রশংসা করেন বাঙালি ফাস্ট বোলার ঝুলন গোস্বামীর। তিনি বলেন, ঝুলন আগামী দিনে অনেক উঠতি ক্রিকেটারের জন্য 'উৎসাহ' হয়ে উঠবে। এখনও ঝুলনের ক্রিকেট কেরিয়ার বহুদিন চলবে বলেও আশা প্রকাশ করেন , ভারতীয় ক্রিকেটের মহিলা দলের অধিনায়ক।

অক্ষয়ের ভুল

অক্ষয়ের ভুল

ভারতীয় মহিলা দলকে বিশ্বকাপের মঞ্চে সমর্থন জানাতে লর্ডসে হাজির হয়েছিলেন খিলাড়ি অক্ষয় কুমার। সমর্থকদের একটা অংশ কিন্তু অক্ষয়কেই দায়ি করছেন ভারতীয় মহিলা ব্রিগেডের হারের জন্য। বলছেন অক্ষয়ের ভুল পতাকা ধরার জন্যই কী ভারত ম্যাচ হারল। সোশ্যাল মিডিয়াও উত্তাল অক্ষয়ের ভুল নিয়ে।

টুইটারে শুভেচ্ছার জোয়ার

টুইটারে শুভেচ্ছার জোয়ার

রাজনীতির কচাকচির গন্ডি ভুলে এদিন সকলেরই এক সুর তা সে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি হন বা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও।

শুভেচ্ছা জানিয়েছিল বিরাট এন্ড কোং

রবিবার সকাল থেকেই ছিল উন্মাদনার পারদ তুঙ্গে। শুভেচ্ছাবার্তার ঢল নেমেছিল টুইটারে। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের সদস্যরা শ্রীলঙ্কা থেকে পাঠিয়েছিলেন নিজেদের ভিডিও মেসেজ।

দেশে ফিরলেন রাজকীয় সম্বর্ধনায়

বিশ্বকাপের ফাইনালে মিতালিরা জিততে না পারলেও সারা দেশের মানুষের মন জয় করে নিয়েছেন। এর আগে ২০০৫ সালে ভারত বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। তবে টিভি সম্প্রচার না হওয়ায় তা দেশবাসী দেখতে পারেনি। এবার মিতালিদের লড়াই দেখে দেশবাসী আপ্লুত। বিরাট কোহলিদের চেয়ে কোনও অংশে কম যান না পুনম, হরমনপ্রীত, রাজেশ্বরীরা, তা সকলকে বুঝিয়ে দিতে পেরেছেন। ফলে উচ্ছ্বাস বাঁধ ভেঙেছে।

স্বপ্নের পারফরম্যান্স ঝুলনের

স্বপ্নের পারফরম্যান্স ঝুলনের

বঙ্গললনার দুরন্ত পারফরম্যান্স ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কাটানোর পরও তাঁর সাফল্যের খিদেটা একইরকম চনমনে। তাই আজও পারফর্ম করে চলেন বঙ্গ ললনা। বিশ্বকাপে ফাইনালে তাঁর দুরন্ত বোলিং ফিগার, ১০ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন ঝুলন। তারমধ্যে ছিল ৩ টি মেডেন ওভার। ৩৫-এ একইরকম আগুন ঝরান শুধু ফাইনালেই নয়, গোটা বিশ্বকাপেই দলের জন্য পারফরমেন্স দিয়ে গেছেন তিনি। তারই ফলস্বরূপ বিশ্ব র‍্যাঙ্কিং -র ২ নম্বরে উঠে আসেন চাকদহের বোলার।

প্রধানমন্ত্রীর উপহার- উপদেশ

প্রধানমন্ত্রীর উপহার- উপদেশ

বীর বন্দনায় এবার স্বয়ং প্রধানমন্ত্রী। ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ সফরের ভূয়সী প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী। নিজের কথামত ভারতীয় দলের সঙ্গে দেখাও করেন প্রধানমন্ত্রী। মিতালি-ঝুলনদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য মাত্র ১২ মিনিট সময় বরাদ্দ করা হয়েছিল। কিন্তু পরে সেই সাক্ষাতটি দেড় ঘন্টা অবধি চলে। দু পক্ষই রীতিমতো মজেছিলেন নানারকম গল্পে। পাশাপাশি তিনি ভারতীয় মহিলাদের থেকে অঙ্গীকার চেয়েছেন আগামী বার আর রানার্স নয় হতে হবে চ্যাম্পিয়ন।

English summary
2018 is knocking at the door, today's lookback is women cricket team's sucess in World Cup 2017
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X