For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৬ মে : স্মৃতির সরণী ধরে সৌরভ-রাহুলের ২১ বছরের আগের সেই বিস্ফোরণ দেখে নিন

২৬ মে : স্মৃতির সরণী ধরে সৌরভ-দ্রাবিড়ের ২১ বছরের আগের সেই বিস্ফোরণ দেখে নিন

  • |
Google Oneindia Bengali News

২১ বছর আগের ২৬ মে ইংল্যান্ডের টনটনে বিস্ফোরণ ঘটিয়েছিল দুই ভারতীয় তরুণ। ১৯৯৯-র বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার ক্রিকেটারদের মাঠে কাঁদাতে বাকি রেখেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়। তাঁদের মধ্যে হওয়া ৩১৮ রানের পার্টনারশিপ নিয়ে ভারতীয় ক্রিকেট ফ্যানদের গর্বের শেষ নেই। দেখে নেওয়া যাক সেই ঐতিহাসিক ঘটনার ঝলক।

ভারত বনাম শ্রীলঙ্কা

ভারত বনাম শ্রীলঙ্কা

ইংল্যান্ডের টনটনে, ১৯৯৯ বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারত। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক অর্জুনা রনতুঙ্গা। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হয়েছিল। কারণ আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৩ রান তুলেছিল ভারত। জবাবে ৪২.৩ ওভারে ২১৬ রানেই শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ইনিংস।

সৌরভ ও দ্রাবিড়

সৌরভ ও দ্রাবিড়

টনটনের ওই ম্যাচে ব্যাট করতে নেমে মাত্র ৬ রানের মাথাতেই ওপেনার সদাগোপান রমেশকে হারিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই ধাক্কা কাটিয়ে প্রতি আক্রমণে শ্রীলঙ্কাকে ছিন্নভিন্ন করে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়। সেদিন চামিন্ডা ভ্যাস, উইক্রামাসিঙ্ঘা, মুথাইয়া মুরলীধরন সম্বলিত বোলিং আক্রমণকে ক্লাব স্তরে নামিয়ে এনেছিলেন দুই ভারতীয় ব্যাটসম্যান। ম্যাচে মোট সাতটি ছক্কা হাঁকিয়েছিলেন মহারাজ। স্পিনার তো বটেই, তুলে বাউন্ডারির বাইরে ফেলেছিলেন পেসারদেরও। মেরেছিলেন ১৭টি চার। ১৫৮ বলে ১৮৩ রান করেছিলেন দাদা। অন্যদিকে একটি ছক্কা এবং ১৭টি চার সহ ১৪৫ রান করা রাহুল দ্রাবিড় সেদিন রান আউট না হলে অনায়াসে দেড়শো পার করে ফেলতে পারতেন। দুই ক্রিকেটারের মধ্যে ৩১৮ রানের পার্টনারশিপ হয়েছিল। শ্রীলঙ্কার কিংবদন্তি ফাস্ট বোলার চামিন্ডা ভ্যাস সেদিন ১০ ওভারে ৮৪ রান দিয়েছিলেন। ১০ ওভারে ৬০ রান দিয়েছিলেন মুথাইয়া মুরলীধরন।

দ্বিতীয় উইকেটের পার্টনারশিপ

দ্বিতীয় উইকেটের পার্টনারশিপ

ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় উইকেটেরল পার্টনারশিপের বিশ্ব তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের জুটি। তালিকার শীর্ষ স্থানে রয়েছেন ক্রিস গেইল ও মার্লন সামুয়েলস। ২০১৪ সালে তাঁদের মধ্যে ৩৭২ রানের পার্টনারশিপ হয়েছিল। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের ঐতিহাসিক দ্বিতীয় উইকেটের পার্টনারশিপ। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জুটিতে ৩৩১ রান তুলেছিলেন দুই রথি।

আইসিসি-র স্মরণ

১৯৯৯ সালের ২৬ মে ইংল্যান্ডের টনটনে হওয়া ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেছে আইসিসি। সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের সেই পার্টনারশিপের ঝলক টুইটারে পোস্ট করেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। যা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ছবি সৌ: টুইটার

লকডাউন খুললে ম্যাচে নামবেন, কিন্তু গোল করা ছেড়ে এ কোন ভূমিকায় বাইচুংলকডাউন খুললে ম্যাচে নামবেন, কিন্তু গোল করা ছেড়ে এ কোন ভূমিকায় বাইচুং

English summary
21 years ago on this day Sourav Ganguly and Rahul Dravid blast in Taunton
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X