For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিএনপিএল-এ ২২৫ কোটি টাকার বেটিং! নজর রাখছে বিসিসিআই

টিএনপিএল-এ ২২৫ কোটি টাকার বেটিং! নজর রাখছে বিসিসিআই

  • |
Google Oneindia Bengali News

কর্নাটক প্রিমিয়ার লিগের পর এবার তামিলনাড়ু প্রিমিয়ার লিগের বেটিং চক্রের দিকে নজর ঘোরাল বিসিসিআই। ঘটনার তদন্তে নাকি অনেকটা এগিয়েও গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যান্টি কোরাপশন ইউনিট বা দুর্নীতি বিরোধী শাখা।

টিএনপিএল-এ ২২৫ কোটি টাকার বেটিং! নজর রাখছে বিসিসিআই

কর্নাটক প্রিমিয়ার লিগ বা কেপিএল-র মতেই যে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ বা টিএনপিএল-কে ঘিরেও সক্রিয় ছিল বেটিং চক্র, তার প্রমাণ মিলেছে আগেই। ঘটনার তদন্তও শুরু করে বিসিসিআই-র অ্যান্টি কোরাপশন ইউনিট বা দুর্নীতি বিরোধী শাখা। সেই শাখা ভারতীয় বোর্ডের কাছে এ সংক্রান্ত একটি গোপন রিপোর্ট জমা দিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। সেই রিপোর্টে নাকি বলা হয়েছে যে টিএনপিএল-কে ঘিরে এক আন্তর্জাতিক সাইটে মোট ২২৫ কোটি টাকার বেটিং হয়।

উল্লেখ্য বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় গত সপ্তাহে জানিয়েছিলেন যে দুর্নীতির দায়ে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ খেলা দুটি ফ্রাঞ্চাইজিকে সাসপেন্ড করা হয়েছে। যদিও তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন বা টিএনসিএ-র তরফে তা অস্বীকার করা হয়। বলা হয়, তামিলনাড়ু প্রিমিয়ার লিগ খেলা দল তুতি প্যারটসের দুই মালিককে সরিয়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তামিলনাড়ু প্রিমিয়ার লিগকে ঘিরে দানা বাঁধা বেটিং চক্রে হাত আছে সে রাজ্যের এক নিয়মিত আইপিএল খেলা ক্রিকেটার ও রঞ্জি কোচের। যদিও নিরাপত্তার স্বার্থে তাঁদের নাম প্রকাশ্যে আনতে রাজি হচ্ছে না বিসিসিআই। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এও জানান যে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও এক ক্রিকেটারকে ফিক্সিং-র প্রস্তাব দিয়েছিল বুকিরা। ভারতীয় ক্রিকেট থেকে দুর্নীতির মেঘ দূর করতে অ্যান্টি কোরাপশন ইউনিটের হাত শক্ত করা হবে বলেও জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

English summary
225 crore of TNPL bets is on radar of BCCI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X