For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলির দলের 'থ্রি মিস্টেক'! মরণ বাঁচন ম্যাচের আগে নজরে ভারতের এই তিন ভুল

বিরাট কোহলির দলের 'থ্রি মিস্টেক'! মরণ বাঁচন ম্যাচের আগে নজরে ভারতের এই তিন ভুল

  • |
Google Oneindia Bengali News

শনিবার মরণ বাঁচন দ্বিতীয় ওডিআই ম্য়াচে নামছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলিদের সামনে সিরিজ বাঁচানোর লড়াই। সেই লড়াইয়ে মাঠে নামার আগে একনজরে প্রথম ওডিআই ম্যাচে বিরাট কোহলির দলের 'থ্রি মিস্টেক'!

অতিরিক্ত রান খরচ

অতিরিক্ত রান খরচ

প্রথম ওডিআই ম্যাচে ভারত হোয়াইড বাবদ ২৪ অতিরিক্ত রান খরচ করেছে। ভারতীয় বোলাররা অতিরিক্ত ২৯ রান খরচ করেছেন। ৩৪৮ রান তাড়া করে নিউজিল্যান্ড ১১ বল বাকি থাকতে ম্যাচ জেতে। সেক্ষেত্রে শেষ দিকে এই রানের পুঁজি থাকলে হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারত ভারত।

 শার্দুল ঠাকুর

শার্দুল ঠাকুর

চতুর্থ টি-২০ ম্যাচে শার্দুল ঠাকুর দারুণ বোলিং করে ম্যাচ টাই করেছিলেন। শেষ পর্যন্ত সুপার ওভারে বিরাট ও রাহুল ম্যাচ জেতান। টি-২০তে সেই পারফর্ম্যান্সে ভর করেই ওডিআই সিরিজের প্রথম ম্যাচে শার্দুলকে খেলানো হয়।টি-টোয়েন্টিতে না হয় যুক্তি ছিল! শার্দুল টেলেন্ডার হিসেবে ব্যাটে দ্রুত রান করতে পারেন। সেক্ষেত্রে মিডল অর্ডার ধাক্কা খেলে ব্যাপ আপ হিসেবেই শার্দুলকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু ওডিআইয়ে কেদার যাদব লোয়ার মিডল অর্ডার পর্যন্ত খেলছেন, বাড়তি ব্যাটসম্যানের প্রয়োজন কোথায়। তবুও সাইনিকে বসিয়ে রেখে শার্দুলকে নেওয়ার যুক্তি নিয়ে ক্রিকেটমহলে কাটাছেঁড়া শুরু হয়েছে।

দুর্বল ফিল্ডিংয়ের রোগ

দুর্বল ফিল্ডিংয়ের রোগ

হ্য়ামিলটন ওডিআইয়ের সেঞ্চুরিয়ান রস টেলার ১০ রানে আউট ছিলেন। সুইপ শটে ফাইন লেগে টেলার ক্যাচ তুললেও কুলদীপ ক্যাচ ধরতে না পারায় নট আউট থেকে ম্যাচ জিতে মাঠ ছাড়েন।

English summary
3 mistakes in India vs NewZealand 1st odi, nz won by 4 wickets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X