For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন তেন্ডুলকরের টেস্ট অভিষেকের ৩০ বছর, দেখে নিন মাস্টার ব্লাস্টারের মাইলস্টোনগুলি

নেহাতই ১৬ বছরের এক বালককে ভারতীয় দলের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানে। ইমরান খান, ওয়াসিম আক্রম সম্বলিত ক্ষুরধার ও ভয়ঙ্কর বোলিং লাইন-আপের সামনে তাঁকে ব্যাট হাতে নামিয়েও দেওয়া হয়েছিল।

  • |
Google Oneindia Bengali News

নেহাতই ১৬ বছরের এক বালককে ভারতীয় দলের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানে। ইমরান খান, ওয়াসিম আক্রম সম্বলিত ক্ষুরধার ও ভয়ঙ্কর বোলিং লাইন-আপের সামনে তাঁকে ব্যাট হাতে নামিয়েও দেওয়া হয়েছিল। ওই ম্যাচেই অভিষেক হওয়া পাকিস্তানের কিংবদন্তী ওয়াকার ইউনুসের বল সোজা নাকে গিয়ে আঘাত করে ওই বালকের। গলগল করে ঝরতে থাকে রক্ত। তবু নিজের জেদে ক্রিজ আঁকড়ে পড়ে থেকে ভারতের হয়ে ম্যাচ বাঁচান সচিন তেন্ডুলকর।

সচিন তেন্ডুলকরের টেস্ট অভিষেকের ৩০ বছর, দেখে নিন মাস্টার ব্লাস্টারের মাইলস্টোনগুলি

৩০ বছর আগে আজকের দিনেই পাকিস্তানে টেস্ট অভিষেক হয়েছিল মাস্টার ব্লাস্টারের। ১৬ বছরের বালক থেকে বিশ্ব ক্রিকেটের মহীরুহ হয়ে ওঠা সচিনের জীবনের মাইল-ফলকের দিকে একবার চোখ ফেরান।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/OnThisDay?src=hash&ref_src=twsrc%5Etfw">#OnThisDay</a> in 1989, Sachin Tendulkar and Waqar Younis made their international debuts as teenagers. <br><br>The rest, as they say, is history 🙌 <a href="https://t.co/o419M8n0cA">pic.twitter.com/o419M8n0cA</a></p>— ICC (@ICC) <a href="https://twitter.com/ICC/status/1195174589028077569?ref_src=twsrc%5Etfw">November 15, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

১) ১৭ বছর ১০৭ দিনের মাথায় ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৯০ সালে প্রথম টেস্ট শতরান পান সচিন তেন্ডুলকর। এত কম বয়সে আন্তর্জাতিক সার্কিটে শতরান পেয়ে নজির গড়েন তিনি।

২) আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের (৩৪৩৫৭) মালিক সচিন তেন্ডুলকর। তালিকায় দ্বিতীয় স্থানে কুমার সাঙ্গাকারা (২৮০১৬ রান)।

৩) আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরানের (১০০টি) মালিক সচিন তেন্ডুলকর। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান লেজেন্ড রিকি পন্টিং (৭১টি শতরান)।

৪) টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান (১৫৯২১) ও শতরান (৫১টি) রয়েছে সচিন তেন্ডুলকরের ঝুলিতে।

সচিন তেন্ডুলকরের টেস্ট অভিষেকের ৩০ বছর, দেখে নিন মাস্টার ব্লাস্টারের মাইলস্টোনগুলি

৫) টেস্ট ক্রিকেটে এক বছরে ছয় বার ১ হাজার ও তার বেশি রান করেছেন সচিন তেন্ডুলকর। বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১৯৯৭, ১৯৯৯, ২০০১, ২০০২, ২০০৮ ও ২০১০-এ এই নজির গড়েন মাস্টার ব্লাস্টার।

৬) যে ৯টি দলের বিরুদ্ধে টেস্ট খেলেছেন সচিন তেন্ডুলকর, সবক্ষেত্রেই তাঁর ব্যাটিং গড় ৪০ ও তার ওপরে।

৭) টেস্ট ব্যাটসম্যান হিসেবে এশিয়ায় ৫৪.৭৪ ব্যাটিং গড় রয়েছে সচিন তেন্ডুলকরের। যা সর্বোচ্চ।

সচিন তেন্ডুলকরের টেস্ট অভিষেকের ৩০ বছর, দেখে নিন মাস্টার ব্লাস্টারের মাইলস্টোনগুলি

৮) যতবার শতরান করেছেন সচিন তেন্ডুলকর, ততবার টেস্ট জিতেছে বা ড্র করেছে ভারত, এমন ঘটনা ঘটেছে ৪০ বার (৭৮.৪৩%)।

৯) একদিনের ক্রিকেটে সর্বাধিক রানের (১৮৪২৬) মালিক সচিন তেন্ডুলকর। ওয়ান ডে ওপেনার হিসেবেও মাস্টার ব্লাস্টারের রান (১৫৩১০) বিশ্বে সর্বাধিক।

সচিন তেন্ডুলকরের টেস্ট অভিষেকের ৩০ বছর, দেখে নিন মাস্টার ব্লাস্টারের মাইলস্টোনগুলি

১০) একদিনের ক্রিকেটে সর্বাধিক শতরানের (৪৯) মালিক সচিন।

১১) একদিনের ক্রিকেটে এক বছরে সর্বাধিক রান করার রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের ঝুলিতে। ১৯৯৮ সালে ১৮৯৪ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। ৯টি শতরান ও ৭টি অর্ধশতরান তাতে অন্তর্ভূক্ত।

১২) প্রথম ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে দ্বিশতরান (২০০) করেন সচিন তেন্ডুলকর।

১৩) একদিনের ক্রিকেটে সর্বাধিক ম্যান অফ দ্য ম্যাচ (৬২) জয়ের রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের কাছে।

১৪) যতবার শতরান করেছেন সচিন তেন্ডুলকর, ততবার টেস্ট জিতেছে ভারত, এমন ঘটনা ঘটেছে ৩৩ বার (৬৭.৩৫%)।

সচিন তেন্ডুলকরের টেস্ট অভিষেকের ৩০ বছর, দেখে নিন মাস্টার ব্লাস্টারের মাইলস্টোনগুলি

১৫) ৪৪টি বিশ্বকাপের ইনিংসে ২২৭৮ রান করেছেন সচিন তেন্ডুলকর। যা এখনও সর্বোচ্চ।

১৬) বিশ্বকাপের এক এডিশনে সর্বাধিক রান (২০০৩ সালে ৬৭৩ রান) করার মালিক সচিন।

১৭) বিশ্বকাপে সর্বাধিক শতরান (৬টি) হাঁকিয়েছেন সচিন তেন্ডুলকর।

English summary
30 years of Sachin Tendulkar's first test, look at a glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X