For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিংবদন্তি সচিনের অবসরের ৬ বছর! লিটল মাস্টারকে নিয়ে স্মৃতিচারণা

ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকরের আন্তর্জাতিক অবসরের ছয় বছর। আজ থেকে ঠিক ছয় বছর আগে দেশের জার্সিতে ক্রিকটকে গুডবাই জানিয়েছিলেন লিটল মাস্টার।

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকরের আন্তর্জাতিক অবসরের ছয় বছর। আজ থেকে ঠিক ছয় বছর আগে দেশের জার্সিতে ক্রিকেটকে গুডবাই জানিয়েছিলেন লিটল মাস্টার।

ঘরের মাঠ মুম্বইয়ের ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৩সালে শেষবার ব্যাট হাতে মাঠে নেমেছিলেন। ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল ১৬ নভেম্বর। মাঠে সতীর্থ ক্রিকেটাররা গার্ড অফ অনার দিয়ে সচিনকে বিদায় জানিয়েছিলেন।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">100 Centuries in Single Pic...<a href="https://twitter.com/hashtag/30YearsOfSachinism?src=hash&ref_src=twsrc%5Etfw">#30YearsOfSachinism</a> <a href="https://twitter.com/sachin_rt?ref_src=twsrc%5Etfw" rel="nofollow">@sachin_rt</a> <a href="https://t.co/p86DgC8oK5">pic.twitter.com/p86DgC8oK5</a></p>— Kalaiselvan (@Kalai_offl) <a href="https://twitter.com/Kalai_offl/status/1195152032501420033?ref_src=twsrc%5Etfw">November 15, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

টেলিভিশনের ফ্যামিলি শো

টেলিভিশনের ফ্যামিলি শো

এই অনুষ্ঠানে বিভিন্ন ধরণের দর্শক রয়েছেন। তাদের মধ্যে কিছু মানুষ পুরনো চিন্তাধারার। নার্গিসের পোশাক তাদের ক্ষেত্রে একটা ধাক্কা হতে পারে বলেই মনে হয়েছিল অনুষ্ঠানের কলাকুশলীদের। [ছবি: এক চিলতে বিকিনিতে মোহময়ী নার্গিস ফকরি]

২৪ বছরের ক্রিকেট জার্নি

নভেম্বর মাসটা সচিনের জন্য খুবই স্পেশাল।১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে এই নভেম্বরেই ১৬ বছর বয়সে টেস্ট অভিষেক। ১৫ নভেম্বর করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক করেছিলেন। এরপর দেশের হয়ে ২৪ বছরের ক্রিকেট জার্নি। যার শেষটা হয়েছিল ২০১৩ সালের ১৬ নভেম্বর। কেরিয়ারের ২০০ তম টেস্ট ম্যাচ খেলে ক্রিকেটকে আলবিদা জানিয়েছিলেন সচিন।

ডিপ নেক পোশাক

ডিপ নেক পোশাক

নার্গিসকে পোশাকে ডিপ কাট নেক ঢাকতে অনুরোধ করা হয়। কিন্তু অনুরোধ শোনেননি নার্গিস।

দেশের জার্সিতে রান

দেশের জার্সিতে রান

দেশের হয়ে ২০০টি টেস্ট খেলে ১৫৯২১ রান রয়েছে সচিনের। টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৫১টি। হাফ সেঞ্চুরির সংখ্যা ৬৮টি। অন্যদিকে ৪৬৩টি ওডিআই খেলে মোট রান ১৮৪২৬। সেঞ্চুরির সংখ্য়া ৪৯টি, সেই সঙ্গে ৯৬টি অর্ধশতরান ও ১টি দুশো রানের ইনিংস রয়েছে।

পরিচালকের হস্তক্ষেপ

পরিচালকের হস্তক্ষেপ

কলাকুশলীদের কথা না শোনায় অনুষ্ঠানের পরিচালককে গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করতে হয়। [(ছবি) জেনে নিন কোথা থেকে এসে বলিউড মাত করেছেন এই বিদেশিনীরা]

সবচেয়ে বড় সাফল্য

সবচেয়ে বড় সাফল্য

দেশের জার্সিতে ক্রিকেট বিশ্বকাপ জয় সচিনের কেরিয়ারের সেরা স্বপ্ন ছিল। সেই স্বপ্ন সত্যি করেন সচিন। ২০১১ সালে ভারতের মাটিতে হওয়া বিশ্বকাপ জেতে ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে কাপ জিতেছিল ইন্ডিয়া। স্বপ্ন সত্যি করেছিলেন ক্রিকেটঈশ্বর সচিন।

অনুষ্ঠানের দর্শক

অনুষ্ঠানের দর্শক

শোয়ের পরিচালক নার্গিসকে পরিস্কার জানিয়ে দেন এটি একটি ফ্যামিলি শো। পরিবারের সকলে মিলে এই অনুষ্ঠান দেখে। তাই এই অনুষ্ঠানে শরীরের প্রদর্শন করা চলবে না।[দীপিকা আখ্যান: টলিউডের ৩ কন্যেও এবার স্তন বিভাজিকা প্রদর্শনের স্বাধীনতা নিয়ে সোচ্চার]

সচিনের ফেয়ারওয়েল

সচিনের ফেয়ারওয়েল

কিংবদন্তি সচিন ফেয়ারওয়েল স্পিচে ভেঙে পড়েছিলেন। ক্রিকেট পিচকে প্রণাম করে চোখের জল মুছতে মুছতে মাঠকে বিদায় জানান। তার আগে ফেয়ারওয়েল স্পিচে পরিবারকে পাশা থাকার জন্য বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন। গুরু রমাকান্ত আচরেকর, মা রজনী তেন্ডুরকর-স্ত্রী অঞ্জলিকে সারা জীবন পাশে থাকার জন্য় কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন সচিন।

নার্গিসের অসন্তোষ

নার্গিসের অসন্তোষ

যদিও অনুষ্ঠান কর্তাদের এহেন আচরণে বেশ অসন্তুষ্ট হয়েছেন নার্গিস। প্রথমটায় তিনি এই অনুরোধ মানতে অস্বীকার করেন। [(ছবি) নার্গিস ফকরির বিকিনি অবতার ভাইরাল স্যোশাল মিডিয়ায়]

অনড় নার্গিস?

অনড় নার্গিস?

প্রথমে অনুষ্ঠানের কলাকুশলীদের আবেদনে পোশাক বদলাতে না চাইলেও পরিচালকের দৃঢ় অবস্থানের ফলে পরে নরম হতে হয় নার্গিসকে।[(ছবি) ফ্যাশন শো-এ পোশাক বিভ্রাটের শিকার যে তারকারা]

কেন এই অনুরোধ?

কেন এই অনুরোধ?

নিজেদের অবস্থানের পিছনে ব্যাখ্যা দিতে গিয়ে অনুষ্ঠানের কলাকুশলীরা বলেন, এখনও বহু পুরনোর চিন্তাধারার মানুষ এই অনুষ্ঠান দেখে পরিবারের সঙ্গে, অভিনেত্রীর পোশাকের ফলে তারা অস্বস্তিতে চ্যানেল ঘুরিয়ে দিতে পারেন। এতে আমাদের অনুষ্ঠানের টিআরপি নষ্ট হতে পারে।

ব্যাঞ্জো-র প্রচার

ব্যাঞ্জো-র প্রচার

আগামী ছবি ব্যাঞ্জো-তে রীতেশ দেশমুখের সঙ্গে অভিনয় করেছেন নার্গিস ফাকরি। এই ছবির প্রচারে সম্প্রতি একাধিক টেলিভিশন রিয়্যালিটি শো-তে দেখা গিয়েছে নার্গিসকে।

English summary
6th year of cricketer legend Sachin Tendulkar retirement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X