For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমার অটোগ্রাফ নেবে' খুদের অনুরোধে চমকে গেলেন বিরুষ্কা, তারপর?


 সাধারণত ভিড়ের মধ্যে এদিক-ওদিক থেকে এগিয়ে আসা খাতা, ডায়েরি বা পাতায় হস্তাক্ষর দেওয়ার অভ্যাস ভারত অধিনায়ক বিরাট কোহলির। তাঁর স্ত্রী তথা বলিউড তারকা অনুষ্কা শর্মাও সে অভ্যাসে পরিচিত।

  • |
Google Oneindia Bengali News

সাধারণত ভিড়ের মধ্যে এদিক-ওদিক থেকে এগিয়ে আসা খাতা, ডায়েরি বা পাতায় হস্তাক্ষর দেওয়ার অভ্যাস ভারত অধিনায়ক বিরাট কোহলির। তাঁর স্ত্রী তথা বলিউড তারকা অনুষ্কা শর্মাও সে অভ্যাসে পরিচিত। সেই তাঁদের সঙ্গেই যে এমনটাও ঘটতে পারে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি বিরুষ্কা। যেখানে অটোগ্রাফ নেওয়ার বদলে তাঁদের রীতিমতো নিজের সই দিলেন সাত বছরের এক খুদে। এই সুমধুর দুর্ঘটনার কথা হয়তো সারা জীবন মনে রাখবেন ভারতের দুই তারকা।

প্রথম টেস্ট

প্রথম টেস্ট

তখন প্রথম টেস্ট খেলতে জামাইকায় পৌঁছেছে ভারতীয় ক্রিকেটে দল। হোটেলের লবিতে একই সঙ্গে নেমেছিলেন বিরুষ্কা। তাঁদের দেখে দর্শকদের উচ্ছ্বাস মাত্রা ছাড়ায়। চলতে থাকে ফ্ল্যাশের ঝলকানি।

এগিয়ে আসে খুদে

সেই ভিড়ের মধ্যে থেকেই ছোট একটি কাগজ ও পেন নিয়ে বিরাট ও অনুষ্কার দিকে এগিয়ে আসে এক খুদে। তাকে দেখে দাঁড়িয়ে যান বিরুষ্কা। অটোগ্রাফ দিতে খুদে ভক্তের কাছ থেকে কাগজ ও পেনটি নিয়েও নেন বিরাট। কিন্তু তখনই ঘটে যায় সেই অবাক করা কাণ্ড। বিরুষ্কাকে হতচকিত করে তাঁদের নিজের অটোগ্রাফ দেওয়ার আবদার করে ওই খুদে। খুশি খুশি তার অবদার রাখেন বিরাট।

 কে এই ক্ষুদে

কে এই ক্ষুদে

জামাইকাবাসী সাত বছরের ওই ভারতীয় খুদে তাঁর আত্মীয় বলে নিজের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন অমিত লাখানি নামে এক ব্যক্তি। তিনিই ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

English summary
7 year old surprises Virat by offering to give his autograph
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X