For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ম্যাচ ফিক্সিংয়ের কলঙ্ক, এবার আঙুল উঠল ধোনির দলের সদস্যের দিকে

বাজারে যখন আইপিএলে র দামামা বেজে গেছে, ঠিক তখনই একবার ফের ম‍্যাচ ফিক্সিং বোমা।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বাজারে যখন আইপিএলে র দামামা বেজে গেছে, ঠিক তখনই একবার ফের ম‍্যাচ ফিক্সিং বোমা।

আর অভিযোগে র নিশানায় কোনও অজানা ক্রিকেটার নন। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি‌।

ফের ম্যাচ ফিক্সিংয়ের কলঙ্ক, এবার আঙুল উঠল ধোনির দলের সদস্যের দিকে

গত বছর জুলাইয়ে জয়পুরে রাজপুতানা প্রিমিয়ার লিগের ম্যাচচলাকালীন এই গড়াপেটা করা হয়েছে বলে সর্বভারতীয় মাধ‍্যমের খবর। সূত্রের খবর, ইতিমধ্যে ম্যাচ গড়াপেটার চক্র চালানোর জন্য একজনকে আটক করেছে পুলিশ।

রাজপুতানা প্রিমিয়ার লিগের ম‍্যাচ নিয়ে তদন্ত করছে বিসিসিআইয়ে দুর্নীতি দমন শাখা। এতে মূলত ক্লাব ক্রিকেটার রা অংশ নেন। খেলা সম্প্রচারিত হত নিও স্পোর্টসে।

ম্যাচ গড়াপেটায় হাত থাকতে পারে। এই সন্দেহে ধোনির বিশ্বজয়ী দলের এক সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রাজস্থান পুলিশ।

রাজপুতানা প্রিমিয়ার লিগে হওয়া দুর্নীতি র সঙ্গে ২০১১-এর বিশ্বজয়ী দলের ওই ক্রিকেটারের যোগ রয়েছে বলে দাবি করা হয়েছে। ওই ক্রিকেটারের পুরো পরিচয় এখনও না জানা গেলেও, তিনি তিন ধরনের ফরম্যাটেই ভারতকে প্রতিনিধিত্ব করেছেন বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

ওই টুর্নামেন্টে কিছু ম্যাচে কিছু আজ ঘটনা ঘটেছিল। একটি ম্যাচের শেষ ওভারে একটা বোলারের আটটা 'বাই'রান দেওয়ার ঘটনা ঘটেছে। বিশাল বিশাল ওয়াইড বল করেছেন তিনি। এই ধরনের ঘটনায় সন্দেহ হওয়ায় পুলিশকে তদন্তের অনুরোধ করে বিসিসিআই। জানা গিয়েছে, বেশ কিছু ম্যাচে উপস্থিত ছিলেন ওই ক্রিকেটার।

তবে গড়াপেটায় কোনো ভারতীয় ক্রিকেটার জড়িত আছেন কি না সে ব্যাপারে পুলিশকে জিজ্ঞেস করা হলে তারা কোনো জবাব দেয়নি।

English summary
a member of mahendra singh dhoni's world cup winning said allegedly involved in match fixing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X