For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে আক্রমণের পর ফের ভারত বিরোধী মন্তব্য! আফ্রিদির এই অসুখের ওষুধ নেই! কড়া জবাব ক্রিকেটারের

ভারত-পাক ডুয়েল নিয়ে মিথ্যে বলছেন আফ্রিদি! পরিসংখ্যান তুলে ধরে কড়া জবাব ভারতীয় প্রাক্তনির

  • |
Google Oneindia Bengali News

করোনা থেকে সেরে উঠেই ফের পুরনো মেজাজে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। সম্প্রতি করোনা থাবায় অসুস্থ হয়ে পড়েন। বেশ কিছু দিন বিতর্ক থেকে দূরে ছিলেন। সুস্থ হয়েই ফের ভারত বিরোধী মন্তব্য, আর যার জেরে ফের পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক চর্চা-সমালোচনা ও বিতর্কে জর্জরিত।

ভারত বিরোধী কী বললেন আফ্রিদি

ভারত বিরোধী কী বললেন আফ্রিদি

করোনা থেকে সুস্থ হয়ে এবার ক্রিকেট মাঠে ভারতকে বহুবার হারিয়েছেন আর সেটা দারুণ এনজয় করতেন বলে মন্তব্য করেছেন। এতটুকু বলে থেমে গেলে অবশ্য সব ঠিকঠাকই থাকত। কিন্তু সঙ্গে তিনি জুড়েছেন, ভারতকে পাকিস্তান এতবার হারাত বলে ভারতীয় ক্রিকটাররা পাকিস্তানের কাছে ক্ষমাভিক্ষা চাইত!আফ্রিদির এই মন্তব্যের পরই সমালোচনা শুরু হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও নিশানা করেছেন আফ্রিদি

ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও নিশানা করেছেন আফ্রিদি

এর আগে করোনা পরিস্থিতির মাঝে পাক অধিকৃত কাশ্মীরে পৌঁছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটাক্ষ করেন। ভারতের কাশ্মীরের পর মোদীজি অত্যাচার করছেন যেকারণে ঈশ্বর তাঁকে ক্ষমা করবেন না বলে উস্কানিমূলক মন্তব্য ছডা়ন আফ্রিদি।

এবার আফ্রিদিকে কড়া জবাব দিলেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার

এবার আফ্রিদিকে কড়া জবাব দিলেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার

আফ্রিদির মুখে বারবার ভারত বিরোধিতার কথা শুনে এবার তাঁকে ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া কড়া ভাষায় জবাব দিয়েছেন। ইউটিউবে দারুণ জনপ্রিয় আকাশ। ক্রিকেট নিয়ে শো করেন, খেলা প্রিয় নেট নাগরিকরা আকাশের শোয়ের নিয়মিত দর্শক। সেই শোয়েতেই আকাশ বলেন, 'আফ্রিদির কথাগুলো শুনলাম। এবার আমার দর্শকদের কাছে আফ্রিদিকে নিয়ে একটা প্রশ্ন করছি, বলুন তো আফ্রিদি মোট কতবার অবসর থেকে ফিরে এসেছেন?'

আফ্রিদিকে খোঁচা আকাশের

আফ্রিদিকে খোঁচা আকাশের

সঙ্গে আকাশ ভিডিওতে জুড়েছেন, 'ক্রিকেটবিশ্বে আফ্রিদি এমন একজন ক্রিকেটার যে কতবার অবসর নেন আর কতবার ফিরে আসেন, সেটাই বড় রহস্য। আফ্রিদির হোয়াটস অ্যাপ স্টেটাস কী জানেন, রিটারমেন্ট ইস টেম্পোরারি, কামব্যাক ইজ পারমানেন্ট'। এরপর আকাশ বলেছেন, 'হ্যাঁ, সত্যিই একসময় পাকিস্তান দল দারুণ ছিল। ভারতকেও হারাত। সারজায় পাকিস্তানই বেশিরভাগ ম্যাচ জিতত। কিন্তু সেই সব জয়ে কি আফ্রিদি অবদান রেখেছেন। ইমরান খান, শাহিদ আনওয়ার, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনুসরা ভারতকে হারিয়ে এসেছেন।'

পরিসংখ্যান দিয়ে আফ্রিদিকে জবাব দিলেন আকাশ

পরিসংখ্যান দিয়ে আফ্রিদিকে জবাব দিলেন আকাশ

এরপরই আফ্রিদির বক্তব্যকে খণ্ডন করে পরিসংখ্যান দিয়েছেন আকাশ। প্রাক্তন ক্রিকেটার ভিডিওতে বলেন, 'আফ্রিদি ভারতকে বহুবার হারিয়েছেন বললেন। কিন্তু পরিসংখ্যান বলছে আফ্রিদি ক্রিকেট খেলা ও অবসরের মধ্যে ১৫ টেস্টে ভারত ৫টি ও পাকিস্তান ৫টি জিতেছে। ওডিআই ক্রিকেটে ৮২ ম্যাচে ভারত ৩৯টি ও পাকিস্তান ৪১টি ম্যাচ জিতেছে। আর টি-২০ তে ভারত ৭টি ও পাকিস্তান ১টি ম্যাচ জিতেছে। অর্থাৎ মোট ১০৫ ম্যাচের মধ্যে ভারত ৫১টি ও পাকিস্তান ৪৭ ম্যাচ জিতেছে। ওডিআই ক্রিকেটে মাত্র ২টো ম্যাচ বেশি জেতার কারণে আফ্রিদিদের কাছে ভারতীয় দল মাফি চেয়েছিল, এটা ঠিক হজম হল না!'

ভারতীয় ফাস্ট বোলারদের কোন গুন সবচেয়ে বেশি পছন্দ বিসিসিআই সভাপতি সৌরভেরভারতীয় ফাস্ট বোলারদের কোন গুন সবচেয়ে বেশি পছন্দ বিসিসিআই সভাপতি সৌরভের

English summary
Aakash Chopra responds to Shahid Afridi’s Indians asked for forgiveness remarks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X