For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি২০তে নতুন রেকর্ড ফিঞ্চের, কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং কেএল রাহুলের

রেকর্ড গড়ে ৯০০ পয়েন্ট পেয়ে ক্রমতালিতায় প্রথম স্থানে এলেন অস্ট্রেলিয়ার টি২০ অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

  • |
Google Oneindia Bengali News

কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং পেলেন ভারতের কেএল রাহুল। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে শতরানের সুবাদে আইসিসি ক্রমতালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। এদিকে রেকর্ড গড়ে ৯০০ পয়েন্ট পেয়ে ক্রমতালিতায় প্রথম স্থানে এলেন অস্ট্রেলিয়ার টি২০ অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এর আগে টি২০তে কোনও ব্যাটসম্যান ৯০০ পয়েন্টে পৌঁছতে পারেননি।

টি২০তে নতুন রেকর্ড ফিঞ্চের

পাকিস্তানের ফকর জামান দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৬ বলে ৯১ রান করেছেন তিনি। যার ফলে ৪৪টি স্থান এগিয়ে এসেছেন তিনি।

ইংল্যান্ডের জেসন রয় ও অস্ট্রেলিয়ার ডার্সি শর্টও প্রথম দশে উঠে এসেছেন। এছাড়া পাকিস্তানের বাবর আজম, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, ওয়েস্ট ইন্ডিজের এভিন লিউয়িস, নিউজিল্যান্ডের কলিন মুনরো, মার্টিন গাপ্টিল, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসরা প্রথম দশে রয়েছেন।

জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে কয়েকদিন আগেই ফিঞ্চ ১৭২ রান করেন। তার আগে ফিঞ্চের টি২০তে সর্বোচ্চ স্কোর ছিল ১৫৬ রান।

কেএল রাহুল পেয়েছেন ৮৫৬ পয়েন্ট। কোহলি চার ধাপ নেমে ১২ নম্বরে নেমে গিয়েছেন। রোহিত শর্মা শেষ টি২০তে শতরান করার সুবাদে ২ ধাপ উপরে উঠে ১১তম স্থানে রয়েছেন।

English summary
Aaron Finch creates history, KL Rahul third in latest ICC T20I rankings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X