
বিয়ে সেরে আইপিএলে
এবছর আইপিএলের কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলছেন অ্যারন ফিঞ্চ। প্রথম ম্যাচে খেলেননি। কারণ ভিক্টোরিয়ায় সেইসময়ে নিজের বিয়ে সারতে ব্যস্ত ছিলেন ফিঞ্চ। গার্লফ্রেন্ড এমি গ্রিফিথের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। মেলবোর্নের কাছে একটি জায়গায় দুজনের রিসেপশনও ছিল।

ফিঞ্চের লজ্জার রেকর্ড
সেই বিয়ে থেকে ফিরে এসে দ্বিতীয় ম্যাচে পাঞ্জাবের হয়ে নেমেই আরসিবি-র বিরুদ্ধে গোল্ডেন ডাক করেন ফিঞ্চ। অর্থাৎ প্রথম বলে আউট হন। তারপরে রাজস্থান রয়্যালস ম্যাচে পাঞ্জাব জিতলেও ফিঞ্চ ফের একবার গোল্ডেন ডাক করে প্রথম বলে আউট হন। যা নিঃসন্দেহে লজ্জার রেকর্ড।

গর্বের রেকর্ড
এদিকে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ফিঞ্চ অনন্য রেকর্ড গড়েন। একমাত্র খেলোয়াড় হিসাবে এই নিয়ে সাতটি ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন তিনি। শুরু করেছিলেন রাজস্থান রয়্যালস দিয়ে। তারপরে দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত লায়ন্সে খেলার পরে এবছর কিংস ইলেভেন পাঞ্জাবে খেলছেন ফিঞ্চ।

আইপিএলে ফিঞ্চ
ফিঞ্চ আইপিএলে এখনও পর্যন্ত ৬৭টি ম্যাচ খেলেছেন। ২৬.৭৩ গড়ে ১৬০৪ রান করেছেন। কোনও শতরানের ইনিংস না খেলতে পারলেও ১৩টি অর্ধশতরান ফিঞ্চ আইপিএলে করেছেন। তাঁর স্ট্রাইকরেট ১২৯.৮৭।