For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন অবসরের সিদ্ধান্ত, তা নিয়ে বিস্ফোরক এবি ডিভিলিয়ার্স

বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে থাকলেও জাতীয় দল থেকে তিনি অবসর নিয়েছিলেন এক বছর আগে। টপ ফর্মে থাকাকালীন আচমকা এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে তাঁর প্রতি দেশের টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের অবহেলাকেই কারণ

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে থাকলেও জাতীয় দল থেকে তিনি অবসর নিয়েছিলেন এক বছর আগে। টপ ফর্মে থাকাকালীন আচমকা এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে তাঁর প্রতি দেশের টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের অবহেলাকেই কারণ বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিধ্বংসী এবি ডিভিলিয়ার্স।

কেন অবসরের সিদ্ধান্ত, তা নিয়ে বিস্ফোরক এবি ডিভিলিয়ার্স

জাতীয় দল থেকে অবসর নেওয়ার এক বছর পর এক অনুষ্ঠানে এবি জানিয়েছেন, ২০১৯-র ইংল্যান্ড বিশ্বকাপ খেলার জন্য তিনি মুখিয়ে ছিলেন। তা সত্ত্বেও তাঁর সরে যাওয়ার কারণ জানাতে গিয়ে ডিভিলিয়ার্স বলেছেন, পরিস্থিতি খুবই সংবেদনশীল হয়ে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্ট ঠিক করেছিল, রোটেশন পদ্ধতিতে কখনও তাঁকে দলে নেওয়া হবে, আবার কখনও বাদ দেওয়া হবে। যদি সেই নিয়ম বন্ধ হয় তবে তিনি ফের জাতীয় দলে ফিরতে পারেন বলে আভাসও দিয়েছেন এবিডি।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এও জানিয়েছেন, ১৫ বছর ধরে একটানা আন্তর্জাতিক ক্রিকেট খেলে কিছুটা ক্লান্তও হয়ে পড়েছিলেন তিনি। সারাক্ষণ খেলা নিয়ে চিন্তা, প্লেয়ার হিসেবে নিজের ভবিষ্যত নিয়ে সংশয় তাঁকে মানসিক ভাবে বিধ্বস্ত করছিল বলে জানিয়েছেন ডিভিলিয়ার্স। জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর তিনি পরিবারকে অনেকটা সময় দিতে পারছেন বলেও জানিয়েছেন এবি। পরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মসকরা করে বলেন, মহেন্দ্র সিং ধোনি ২০২৩ বিশ্বকাপ খেললে তিনি তাতে খেলতে পারেন।

২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার জার্সিতে অভিষেক হয় এবি ডিভিলিয়ার্সের। ১১৪টি টেস্টে ৮৭৬৫ এবং ২২৮টি ওয়ান ডে ম্যাচে ৯৫৭৭ রান করেছেন তিনি। দুই ফর্ম্যাটেই ডিভিলিয়ার্সের রানের গড় ৫০-র বেশি।

English summary
AB De Villiers disclose about why he retired form South Africa side
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X