For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন তিনি 'মিস্টার ৩৬০', চিন্নাস্বামীতে দিল্লিকে উড়িয়ে বুঝিয়ে দিলেন ডিভিলিয়ার্স

তাঁকে কেন 'মিস্টার ৩৬০ ডিগ্রি' নামে ক্রিকেট বিশ্ব ডাকে তা এদিন ফের বুঝিয়ে দিলেন এবি ডিভিলিয়ার্স। চিন্নাস্বামীর মাঝে একা ঝড় বইয়ে দিয়ে দলকে জয় এনে দিলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

তাঁকে কেন 'মিস্টার ৩৬০ ডিগ্রি' নামে ক্রিকেট বিশ্ব ডাকে তা এদিন ফের বুঝিয়ে দিলেন এবি ডিভিলিয়ার্স। চিন্নাস্বামীর মাঝে একা ঝড় বইয়ে দিয়ে দলকে জয় এনে দিলেন তিনি। করলেন ৩৯ বলে অপরাজিত ৯০ রান। যার দৌলতে ১৭৪ রান তাড়া করে দুই ওভার বাকী থাকতেই ম্যাচ পকেটে পুরে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

কেন তিনি মিস্টার ৩৬০, বুঝিয়ে দিলেন ডিভিলিয়ার্স

চার ম্যাচে ১টিতে জয় এসেছে। এই অবস্থায় দিল্লির বিরুদ্ধে চিন্নাস্বামীতে খেলতে নামে বিরাট কোহলির ব্যাঙ্গালোর। টসে জিতে ফিল্ডিং নেন বিরাট। অসাধারণ বোলিং শুরু করে আরসিবি। শেষ অবধি শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থের ব্যাটিংয়ের দৌলতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ তোলে দিল্লি।

রান তাড়া করতে নেমে বিরাটদের শুরুটাও ভালো হয়নি। মনন ভোহরা ২ রানে ফিরে যান শুরুতেই। কুইন্টন ডি কক-ও ১৮ রানে ফিরে যান। এরপর নামে এবি ডিভিলিয়ার্স। ব্যাঙ্গালোরের রান তখন ২ উইকেটে ২৯ রান। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি দিল্লি।

একার কৃতিত্বে ম্যাচ বের করে নিয়ে যান ডিভিলিয়ার্স। মাত্র ৩৯ বলে অপরাজিত ৯০ রান করেন। শুধু এবিডির কারণেই ম্যাচ হারতে হল তা স্বীকার করে নিয়েছেন দিল্লি অধিনায়ক গৌতম গম্ভীরও।

এদিনের ম্যাচের পর ৫ ম্যাচে ২১২ রান করে ২০১৮ সালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন ডিভিলিয়ার্স। ব্যাটিং গড় ৫৩ আর স্ট্রাইক রেট ১৭৩.৭৭।

English summary
AB De Villiers heroics destroys Delhi Daredevils bowling attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X