For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাচ জিতে উঠে কী বললেন 'মিস্টার ৩৬০', জেনে নিন

বেঙ্গালুরু এফসিকে জয়ের ছন্দে ফেরানো ম্যাচের সেরা এবি খুশি দলের জয়ে। পাশাপাশি এবি-র পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ দলের অধিনায়ক বিরাটও।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

পরের পর হারে বিধ্বস্ত রয়্যাল চ্যালে্জার্স বেঙ্গালুরুকে শনিবার জয়ের ছন্দে ফিরিয়েছেন মিস্টার ৩৬০ এবি ডিভিলিয়ার্স। ৩৯ বলে খেলা এবিডির ৯০ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে গৌতম গম্ভীরের দিল্লি ডেয়ারডেভিলসকে ৬ উইকেটে হারায় বিরাট কোহালির দল। রান তাড়া করতে নেমে আইপিএলে এটিই তাঁর সর্বোচ্চ রান।

বেঙ্গালুরু ম্যাচ জিতে খুশির হাওয়া বেঙ্গালুরু শিবিরে

[আরও পড়ুন:কেন তিনি 'মিস্টার ৩৬০', চিন্নাস্বামীতে দিল্লিকে উড়িয়ে বুঝিয়ে দিলেন ডিভিলিয়ার্স][আরও পড়ুন:কেন তিনি 'মিস্টার ৩৬০', চিন্নাস্বামীতে দিল্লিকে উড়িয়ে বুঝিয়ে দিলেন ডিভিলিয়ার্স]

অতিমানবীয় ইনিংসের জন্য ম্যাচের সেরাও নির্বাচিত হন এবিডি। ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে এবিডি বলেন, 'এদিনের রাতটা আমার কাছে সেই সে রকম কিছু রাতের মতো যেখানে বলকে স্পষ্ট ভাবে খুব ভাল করে দেখতে পাই আমি। এটা শেষ দুই ইনিংসে আমি করতে পারিনি।'

তিনি আরও বলেন, 'ম্যাচের মাঝে আমি এক বার মাইকে কালো বিডালের কথা বলেছিলাম এবং সেটাই হয়ে উঠতে চেয়েছিলাম। আজ ব্যাপক সংখ্যক সমর্থক মাঠে হাজির হয়েছিলেন। কিন্তু আমি নিশ্চিত ভাবে বলতে পারি যখন কেউ মনেন্টাম পেয়ে যায় তখন যতই সমর্থকরা বাইরে থেকে চেঁচাক, কানে সে কথা বিশেষ পৌছয়ে না।'

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Here's the official Man of the Match! <a href="https://twitter.com/ABdeVilliers17?ref_src=twsrc%5Etfw">@ABdeVilliers17</a> ❤<a href="https://twitter.com/hashtag/PlayBold?src=hash&ref_src=twsrc%5Etfw">#PlayBold</a> <a href="https://twitter.com/hashtag/RCBvDD?src=hash&ref_src=twsrc%5Etfw">#RCBvDD</a> <a href="https://twitter.com/hashtag/RCB?src=hash&ref_src=twsrc%5Etfw">#RCB</a> <a href="https://t.co/dVqiXvzZ6A">pic.twitter.com/dVqiXvzZ6A</a></p>— Royal Challengers (@RCBTweets) <a href="https://twitter.com/RCBTweets/status/987762804273831936?ref_src=twsrc%5Etfw">April 21, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এবিডি-র পাশাপাশি ২৬ বলে ৩০ রানের ইনিংস খেলেন বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহালিও। তবে এই ইনিংসের দীর্ঘতা আরও হতে পারত যদি না দিল্লির স্পিডস্টার ট্রেন্ট বোল্ড অতিমানবীয় পর্যায় উঠে অবিস্মরণীয় একটি ক্যাচ না ধরতেন।

নিজে কম রান করলেও খুশি বিকে। ম্যাচ শেষে বেঙ্গালুরু অধিনায়ক বলেন, 'এই ৩০ রান গত ম্যাচের ৯০ রানের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা জিতেছি ঠিকই, তবে এখনও বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে। তা ছাড়া দলে এবি-র ক্রিকেটার থাকলে কখনওই বিশেষ সমস্যা হয় ক্যাচ বোল্ট নিয়েছে, যেটা ফিরে দেখার পর নিজের আউট নিয়ে আর অনুশোচনা হয় না। দল জিতেছে এটাই বড় বিষয়ে। এবং এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।'

English summary
AB de Villiers is happy as his team back in wining track against DD
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X