For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাদিরের মৃত্যুতে শোকপ্রকাশ সচিনের,স্মৃতিচারণায় লিটল মাস্টারকে ছক্কার চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার কাহিনি

ক্রিকেটে নক্ষত্রপতন। চলে গেলেন পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদির। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার প্রয়াত হন কাদির।

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেটে নক্ষত্রপতন। চলে গেলেন পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদির। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার প্রয়াত হন কাদির। কারুর কাছে তিনি বন্ধু, কারুর কাছে বড় দাদার মতো, কাদিরের প্রয়াণে শোকপ্রকাশ করেছে ওয়াসিম আক্রম থেকে ওয়াকার ইউনিস। শোক প্রকাশ করছেন সচিন তেন্ডুলকরও। আর সচিন-কাদির শব্দ দুটি একসঙ্গে এলেই স্মৃতির পাতায় মনে পড়ে যায় দারুণ এক কাহিনি।

কাদিরের প্রয়াণে কী লিখলেন সচিন

রোগভোগ থাবা বসাতে পারেনি। বয়স ৬৩! চলতি মাসের ১৫ তারিখ ৬৪তে পা দিতেন। জীবনের বাইশ গজে আরও কয়েক ইনিংস খেলে যেতেই পারতেন কাদির। শুক্রবার অবশ্য বিনা মেঘে বর্জ্যপাত! হঠাতই স্ট্রোক, আর তাতেই বহু স্মৃতি ফেলে রেখে পরলোকে কাদির। একসময় এই কাদিরের বিরুদ্ধে ব্যাট হাতে লড়াই করেছেন। চার-ছক্কা হাঁকিয়েছেন সচিন তেন্ডুলকর।

সিনিয়রের প্রয়াণে লিটল মাস্টার শোকার্ত। সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'খবরটা শোনা থেকে মর্মাহত। দারুণ ক্রিকেটার, তার চেয়েও দারুণ মনের মানুষ।ওর পরিবারকে সমবেদনা জানাই। নিজের সময়ে কাদিরই সেরা স্পিনার ছিলেন।'

বাকি ক্রিকেটাররা কী লিখলেন

ভারতীয় অফস্পিনার অশ্বিন লিখেছেন,'স্পিনের যাদুকর ছিলেন। এখনও বিশ্বাস করতে পারছি না উনি নেই।' হরভজন সিং লিখেছেন, 'ক্রিকেট আপনাকে মিস করবে। চ্যাম্পিয়ন বোলার ছিলেন কাদির।'

সচিনকে কাদিরের চ্যালেঞ্জ, সেই বিখ্যাত স্টোরি

ভারতীয় ক্রিকেটের নক্ষত্র সচিন ও কাদিরের মধ্যে চ্যালেঞ্জের গল্প ক্রিকেটমহলে বেশ জনপ্রিয়।সময়টা ১৯৮৯ সাল। ভারত বনাম পাকিস্তানের প্রদর্শনী ম্যাচ।১৬ বছরের সচিনকে টিপ্পনি কেটে ম্যাচের মাঝে কাদির বলেছিলেন, সাহস থাকলে আমায় পিটিয়ে দেখাও। কথাগুলো নীরবে হজম করার পর কাদিরের এক ওভারে ২৮ রান হাঁকিয়েছিলেন লিটল মাস্টার। ওভারের রান ছিল এরকম ৬,০,৪,৬,৬,৬। সেবার আব্দুল কাদিরের চ্যালেঞ্জ গ্রহণ করে ব্যাটে বেধরক পিটিয়েছিলেন সচিন। পরে একাধিকবার কাদির স্বীকার করে বলেছেন, তিনি আসলে খোঁচা দিতে চাননি।ম্যাচের পর নাকি তিনি এও বলেছিলেন, সচিনের মতো প্রতিভা অনেক দূর যাবে।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Take a look back on a five-wicket haul in the 1983 Boxing Day Test for Pakistan great Abdul Qadir, who passed away on Friday <a href="https://t.co/bGWmOLxTiu">pic.twitter.com/bGWmOLxTiu</a></p>— cricket.com.au (@cricketcomau) <a href="https://twitter.com/cricketcomau/status/1170153458621566976?ref_src=twsrc%5Etfw">September 7, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
Abdul Qadir passed away, story of Sachin Tendulkar's 4 sixes against Qadir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X