For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটের চেয়ে উন্নত ক্রিকেটার হওয়ার প্রতিভা পাকিস্তানে রয়েছে, প্রাক্তন পাক ক্রিকেটারের মন্তব্য

বিরাটের চেয়ে উন্নত ক্রিকেটার হওয়ার প্রতিভা পাকিস্তানে রয়েছে, প্রাক্তন পাক ক্রিকেটারের মন্তব্য

  • |
Google Oneindia Bengali News

নিজের মন্তব্যের জন্য সোশ্য়াল মিডিয়ায় বারেবারেই চর্চার মুখে পড়েন আব্দুল রাজ্জাক। শেষবার বুমরাহকে নিয়ে মন্তব্য করে ভারতীয় ক্রিকেট ফ্যানেদের রোষানলের মুখে পড়েছিলেন। এবার টেস্ট ও ওডিআই ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটমস্যান বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য করে বসলেন রাজ্জাক।

প্রাক্তন পাক অলরাউন্ডারের মন্তব্য

ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে রাজ্জাক বলেছেন, 'বিরাট দারুণ ক্রিকেটার। ওর ক্রিকেট স্কিল নিয়ে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। কিন্তু বিরাট অনেক লাকি।'

রাজ্জাকের যুক্তি কী?

রাজ্জাক আরও বলেছেন, 'বিসিসিআই ওকে অনেক সার্পোট করে। যেকোন ক্রিকেটার বোর্ডের থেকে এমন সুযোগ-সুবিধে পেলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে এমন উচ্চতায় মেলে ধরতে পারবে।'এখানেই না থেমে রাজ্জাক জুড়েছেন, 'আমার মনে হয়, পাকিস্তানেও এমন প্রতিভা রয়েছে যারা সঠিকভাবে সুযোগ সুবিধে পেলে কোহলির চেয়েও ভালো মানের ক্রিকেটার হতে পারে। আমাদের ক্রিকেট সিস্টেমের গোড়ায় গলদ রয়েছে। সিস্টেম প্রতিভা বেছে নিয়ে তাঁদের যত্ন নেয় না।'

বিরাটের ধারেকাছে কে আছেন

ক্রিকেট বিশ্লেষকরা অনেকেই মনে করেন, সঠিক টেম্পারমেন্ট নিয়ে ধারাবাহিকভাবে ক্রিকেট খেলে গেলে ভবিষ্যতে পাকিস্তানের বাবর আজম বিরাট কোহলির মতো দেশের হয়ে দীর্ঘদিন ধরে বড় রান হাঁকিয়ে যেতে পারেন। উল্লেখ্য আইসিসি'র টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছেন বাবর আজম।

এর আগে বুমরাহকে নিয়ে যা বলেছেন রাজ্জাক

গত বছর এক ইউটিউব শোয়ে রাজ্জাক বলেছিলেন, 'এখনও খেলা চালিয়ে গেলে অনায়াসেই ভারতের জসপ্রীত বুমরাহের বোলিংয়ের বিরুদ্ধে সামলে নিতে পারতাম।' সাক্ষাৎকারে বুমরাহকে 'বেবি বোলার' বলে মন্তব্য করেন রাজ্জাক। ম্যাকগ্রা, আক্রম, শোয়েবদের কাছে বুমরাহ অনেক শিশু এমন মন্তব্যই করেন রাজ্জাক। যারপর ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান, আকাশ চোপড়ারা সোশ্য়াল মিডিয়ায় রাজ্জাককে এক হাত নিয়েছিলেন।

English summary
Abdul Razzaq claims Pakistan have players who can become better than Virat Kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X