For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপে ভারতকে অংশ নিতে না করলেন বীরু, জেনে নিন বিস্তারিত

আসন্ন এশিয়া কাপের সূচি নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট বীরেন্দ্র শেওয়াগ। অসন্তুষ্ট সহবাগ জানিয়ে দিলেন এশিয়া কাপে অংশ না নেওয়া উচিৎ ভারতের।

Google Oneindia Bengali News

আসন্ন এশিয়া কাপের সূচি নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট বীরেন্দ্র শেওয়াগ। অসন্তুষ্ট সহবাগ জানিয়ে দিলেন এশিয়া কাপে অংশ না নেওয়া উচিৎ ভারতের।

এশিয়া কাপে ভারতকে অংশ নিতে না করলেন বীরু, জেনে নিন বিস্তারিত

২০১৮ এশিয়া কাপের প্রকাশিত সূচি অনুযায়ী ১৮ সেপ্টেম্বর এশিয়া কাপে নিজেদের অভিযান শুরু করবে ভারত। এখনও সেই ম্যাচে কোন দল ভারতের বিপক্ষে খেলবে তা ঠিক হয়নি।

আর এই ম্যাচের পরের দিনই বিশ্ব ক্রিকেটের অন্যতম আর্কষণীয় ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এশিয়া কাপের সূচি দেখে অসন্তুষ্ট সহবাগ জানান একটা ওডিআই ম্যাচ খেলার পর ২৪ থেকে ৪৮ ঘন্টা প্রয়োজন হয় পরের ম্যাচ খেলার ক্ষেত্রে। তিনি বলেন, 'আমি এই সূচি দেখে হতবাগ। এখনকার দিনে কোন দেশে পর পর ম্যাচ খেলে? ইংল্যান্ডে টি২০ ম্যাচেও দু'দিনের ব্যবধান থাকে আর এখানে দুবাইয়ের গরম পরিবেশে পরপর দু'টি ম্যাচ কোনও ব্রেক ছাড়াই খেলতে হচ্ছে। আমি মনে করি না সঠিক সূচি তৈরি করা হয়েছে এটা।'

শেওয়াগ আরও জানান ঠিকঠাক সূচি তৈরিতে যদি সমস্যা থাকে তাহলে এশিয়া কাপ খেলা উচিৎ হবে না ভারতের। ইন্ডিয়া টিভিকে তিনি বলেন, 'এশিয়া কাপ খেলার কোনও প্রয়োজন নেই। বরং ঘরের মাঠে বা বাইরের মাঠে আগামী সিরিজগুলো ভালভাবে যাতে খেলা যায়, তার জন্য ভাল করে দল তৈরি করা হোক। পর পর ম্যাচ খেলা সত্যি খুবি কঠিন।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের প্রসঙ্গ তুলে তাঁর আরও সংযোজন, 'এশিয়া কাপে দুবাইতে যখন ভারতীয় ক্রিকেটারেরা খেলবে, তখন তাপমাত্র অনেক বেশি থাকবে। রিকভারিতে সমস্যা হবে। পাকিস্তান ভাল পরিস্থিতিতে থাকবে ম্যাচের আগে, যেখানে শরীরীদিক দিয়ে পিছিয়ে থাকবে ভারতীয় ক্রিকেটারেরা। আর যদি এই ম্যাচ আমরা হেরে যাই তাহলে সমস্যা আরও বাড়বে। কারণ ভারত-পাকিস্তান ম্যাচ যেখানেই খেলা হোক আমরা সব সময় চাই ভারত জিতুক। কিন্তু ভারতীয় প্লেয়াররা যদি ক্লান্ত থাকে তাহলে নিশ্চিতভাবে সুবিধা পাবে পাকিস্তান।'

[আরও পড়ুন:পর পর উইকেট হারিয়েও প্রস্তুতি ম্যাচে প্রথম দিন শেষে ভাল জায়গায় ভারত][আরও পড়ুন:পর পর উইকেট হারিয়েও প্রস্তুতি ম্যাচে প্রথম দিন শেষে ভাল জায়গায় ভারত]

English summary
On Wednesday Virender Sehwag said India should not play Asia Cup 2018. He informed player needs minimum 24-28 hours to recovery after playing an ODI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X