For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ধোনির মতো হওয়ার চেষ্টা করো না', পন্থকে পরামর্শ গিলক্রিস্টের

এমএস ধোনির মতো হওয়ার চেষ্টা না করে শুধু নিজের গুনগুলিকে নাড়াচাড়া করলে ঋষভ পন্থের থেকে সেরাটা বেরিয়ে আসবে বলে মনে করেন অস্ট্রেলিয় লেজেন্ড অ্যাডম গিলক্রিস্ট।

  • |
Google Oneindia Bengali News

এমএস ধোনির মতো হওয়ার চেষ্টা না করে শুধু নিজের গুনগুলিকে নাড়াচাড়া করলে ঋষভ পন্থের থেকে সেরাটা বেরিয়ে আসবে বলে মনে করেন অস্ট্রেলিয় লেজেন্ড অ্যাডম গিলক্রিস্ট। তাঁর কথায়, ধোনির কাছ থেকে শিখুন পন্থ। তা বলে ভারতের তরুণ তারকাকে ধোনির মতোই খেলতে হবে, তার কোনও মানে নেই বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ধোনির মতো হওয়ার চেষ্টা করো না, পন্থকে পরামর্শ গিলক্রিস্টের

ঋষভের ফর্ম
ইংল্যান্ড বিশ্বকাপ শেষ হওয়ার পর নিজেকে ক্রিকেট থেকে সরিয়ে রেখেছেন লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি। তাঁর শূণ্যস্থান পূরণের জন্য দেশের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থকেই বেছেছেন নির্বাচকরা। কিন্তু বিশ্বকাপের পরবর্তী সীমিত ওভারের সিরিজগুলিতে পন্থের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী বলা চলে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়ে দলকে বিপদে ফেলার জন্য সমালোচিতও হয়েছেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এই অবস্থায় ক্রিকেট মহলের একটা অংশ লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ঋষভ পন্থের তুলনা টানতে শুরু করেছে।

তুলনায় নারাজ গিলক্রিস্ট
লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি ও ঋষভ পন্থের মধ্যে তুলনা টানতে রাজি নন অস্ট্রেলিয় লেজেন্ড অ্যাডাম গিলক্রিস্ট। তাঁর মতে, ধোনির মতো হওয়ার প্রয়োজন নেই পন্থের। ধোনির কাছ থেকে শিখুন পন্থ। তা বলে ভারতের তরুণ তারকাকে ধোনির মতোই খেলতে হবে, তার কোনও মানে নেই বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ঋষভ প্রতিভাবান
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে শতরান করা ঋষভ পন্থ যথেষ্ট প্রতিভাধর ক্রিকেটার বলে দাবি করেছেন অ্যাডাম গিলক্রিস্ট। ভারতের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ওপর অযথা চাপ প্রয়োগ না করে, তাঁকে স্বাভাবিক ছন্দে খেলতে দেওয়া উচিত বলেই মনে করেন অস্ট্রেলিয় লেজেন্ড।

দিন-রাতের টেস্ট
দিন-রাতের ফর্ম্যাট টেস্টর জনপ্রিয়তা বাড়াবে বলেই বিশ্বাস করেন অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ায় অনেক আগেই শুরু হওয়া এই ফর্ম্যাটের প্রতি বিসিসিআই আগ্রহ দেখানোয় খুশি গিলক্রিস্ট।

English summary
Adam Gilchrist advise Rishabh Pant to be the best by his own
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X