For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের এই বোলারকে কেরিয়ারে কাঁটা মনে করতেন গিলক্রিস্ট, উঠে এল ঐতিহাসিক ইডেন টেস্ট প্রসঙ্গ


 অসামান্য কিপিং দক্ষতার কারণে ক্রিকেট দুনিয়ায় আজও তাঁর উদাহরণ দেওয়া হয়। তিনি অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট।

  • |
Google Oneindia Bengali News

অসামান্য কিপিং দক্ষতার কারণে ক্রিকেট দুনিয়ায় আজও তাঁর উদাহরণ দেওয়া হয়। তিনি অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট। এক ইন্টারভিউতে এবার কোন বোলারকে তিনি কেরিয়ারে কাঁটা বলে মনে করতেন জানালেন।

কী বললেন গিলক্রিস্ট

কী বললেন গিলক্রিস্ট

গিলক্রিস্ট বলেছেন, 'প্রতিপক্ষের বোলারদের মধ্যে ভারতের হরভজন সিংকে সামলানো আমার কাছে সবচেয়ে কঠিন ছিল।' এই প্রসঙ্গে বলতে গিয়ে ২০০১ সালের ভারত-অস্ট্রেলিয়ার ইডেন টেস্টের উদাহরণ টেনেছেন গিলি।

 টার্নিং উইকেটে গিলক্রিস্টের সেরা ইনিংস

টার্নিং উইকেটে গিলক্রিস্টের সেরা ইনিংস

প্রসঙ্গত ২০০১-এর ইডেন টেস্ট খেলার আগে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া দল ১৬টি টেস্টে অপরাজিত ছিল। ভারত সফরে এসে মুম্বই টেস্ট জিতে নিয়ে টানা ১৬টি টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া। মুম্বইয়ে সেই টেস্টে দারুণ খেলেছিলেন গিলক্রিস্ট। ১১২ বলে ঝড়ো ইনিংস খেলে ১২২ রান করেছিলেন গিলি। অস্ট্রেলিয়া সেই ম্যাচ জিতেছিল ১০ উইকেটের ব্যবধানে।

হরভজন এবং ইডেন টেস্ট

ইন্টারভিউয়ের এক অংশে গিলক্রিস্ট বলেছেন, '২০০১ সালের সেই সফরে অস্ট্রেলিয়ার দল ও আমার বিরুদ্ধে হরভজন আতঙ্কে পরিণত হয়েছিল। ইডেন টেস্টে আমাদের পুরো কাঁপিয়ে দিয়েছিল। আমার কেরিয়ারে ওকেই আমি নেমেসিস হিসেবে দেখি। হরভজনের পাশাপাশি স্পিনার মুরলিধরনকে খেলতেও খুব সমস্যায় পড়তাম। আমার কাছে এরা দুইজনই সবচেয়ে কঠিন বোলার ছিল।'

২০০১ সিরিজে হরভজনের হ্যাটট্রিক

ইডেন টেস্টে হ্যাটট্রিক করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন ভাজ্জি।টেস্টে ভারতীয় কোনও বোলারের ওটাই প্রথম হ্যাটট্রিক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে পরপর তিন বলে রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট ও শেন ওয়ার্নের উইকেট তুলে নিয়ে হ্য়াটট্রিক করেছিলেন। মুম্বই টেস্টে ১২২ রান করা গিলক্রিস্টকে প্রথম বলেই এলবিডব্লিউ করেছিলেন হরভজন।

ইডেন টেস্টে হরভজনের পারফর্ম্যান্স

ইডেন টেস্টে হরভজনের পারফর্ম্যান্স

২০০১ সালের ইডেন টেস্টে প্রথম ইনিংসে ৭ উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নিয়েছিলেন হরভজন।

English summary
Adam Gilchrist names his biggest nemesis in career, recalls 2001 eden test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X