For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভকেই বিসিসিআই সভাপতি পদে ৩ বছর দেখতে চান আইপিএল স্পট ফিক্সিং মামলার আবেদনকারী

সৌরভকেই বিসিসিআই সভাপতি পদে ৩ বছর দেখতে চান আইপিএল স্পট ফিক্সিং মামলার আবেদনকারী

  • |
Google Oneindia Bengali News

২০১৩ আইপিএল স্পট ফিক্সিং মামলার মূল আবেদকারী আদিত্য বর্মা আরও একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন। তবে এবার কোনও অভিযোগ নয়, বরং ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআই সভাপতি পদে দীর্ঘসময় দেখতে চেয়ে শীর্ষ আদালতে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থ মামলা দায়ের করতে চলেছেন আদিত্য।

বিসিসিআই সভাপতি সৌরভ

বিসিসিআই সভাপতি সৌরভ

২০১৯-র অক্টোবরে বিসিসিআই-র সভাপতি নির্বাচিত হন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ডের সচিব নিযুক্ত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। ভারতীয় ক্রিকেটের উন্নয়নে ইতিমধ্যেই বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বিসিসিআই-র ওই নতুন কমিটি।

কুলিং অফ

কুলিং অফ

সুপ্রিম কোর্ট মনোনিত বিচারপতি আরএম লোধা কমিটির সুপারিশ মতো, কোনও ব্যক্তি বিসিসিআই বা রাজ্য ক্রিকেট সংস্থার প্রশাসনিক পদে (এক বা একাধিক) ছয় বছরের বেশি বহাল থাকতে পারবেন না। ২০১৪ সালে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র যুগ্ম সচিব নিযুক্ত হন সৌরভ। ২০১৫ সালে তিনি সংস্থার সভাপতি নির্বাচিত হন। সেদিক থেকে দেখলে আগামী জুলাই-তে ক্রিকেট প্রশাসক হিসেবে ছয় বছর কাটিয়ে ফেলবেন মহারাজ। বিসিসিআই-র নতুন সংবিধান অনুযায়ী, এরপর তাঁকে তিন বছরের জন্য বাধ্যতামূলক বিরাম নিতেই হবে। বিসিসিআই সচিব জয় শাহ-ও একই নিয়মে বন্দি হতে চলেছেন।

সংবিধান পরিবর্তন

সংবিধান পরিবর্তন

২০১৩ সালে আদিত্য বর্মার দাখিল করা মামলার প্রেক্ষিতেই আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডের সব তথ্য বেরিয়ে আসে বলা চলে। এরপরেই বিসিসিআই-র জন্য নতুন সংবিধান রচনার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তাদের মনোনিত বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন প্যানেল সেই সংবিধান তৈরির পাশাপাশি নজরদারির জন্য বিসিসিআই-র মাথায় কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর ও এথিক্স অফিসারকে বসিয়ে দেয়। এতদিন পর বিসিসআই-র স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেক্ষেত্রে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর ও এথিক্স অফিসারের গুরুত্ব যে কমবে, তা বলাই চলে।

কী বলছেন আদিত্য

কী বলছেন আদিত্য

আদিত্য বর্মার মতে, তিনি আইপিএল স্পট ফিক্সিং নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল না করলে এত বড় পরিবর্তন হয়তো হত না। সেই এক্তিয়ারেই তিনি শীর্ষ আদালতে আরও একটি মামলা করতে চলেছেন বলে জানিয়েছেন আদিত্য। কারণ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর দলকে নির্ধারিত তিন বছর দায়িত্ব পালন করতে তিনি দিতে চান বলেও জানিয়েছেন আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডের মূল আবেদনকারী।

বিসিসিআই-কে স্বচ্ছ করাই লক্ষ্য

বিসিসিআই-কে স্বচ্ছ করাই লক্ষ্য

আদিত্য বর্মা জানিয়েছেন, বিসিসিআই তথা ভারতীয় ক্রিকেটকে স্বচ্ছ করাই তাঁর লক্ষ্য। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব বোর্ড সভাপতি পদে মেয়াদ সম্পূর্ণ করতে না পারলে, সমস্যা একই তিমিরে থেকে যাবে বলেও মনে করেন আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডের আবেদনকারী।

English summary
Aditya Verma wants Sourav Ganguly to exempt as BCCI president, will file PIL in Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X