For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বল হাতে ভেল্কি, সাত উইকেট তুলে কেরিয়ার সেরা বোলিং ১৪৫ কেজি ওজনের কর্ণওয়ালের

টেস্ট কেরিয়ারের সেরা বোলিং ওয়েস্ট ইন্ডিজের রাহকিম কর্ণওয়ালের। লখনউয়ে আফগানিস্তানের বিরুদ্ধে এক টেস্টের সিরিজে প্রথম দিন ৭৫ রান খরচ করে ৭ উইকেট তুলে নিলেন টেস্ট ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে স্থূল ক্রিকেট

  • |
Google Oneindia Bengali News

টেস্ট কেরিয়ারের সেরা বোলিং ওয়েস্ট ইন্ডিজের রাহকিম কর্ণওয়ালের। লখনউয়ে আফগানিস্তানের বিরুদ্ধে এক টেস্টের সিরিজে প্রথম দিন ৭৫ রান খরচ করে ৭ উইকেট তুলে নিলেন টেস্ট ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে স্থূল ক্রিকেটার। প্রসঙ্গত ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার কর্নওয়াল টেস্ট ক্রিকেটের সবচেয়ে স্থূল ১৪৫ কেজি ওজনের ক্রিকেটার।

ম্যাচের প্রথম দিনের হাল হকিকত

এদিন টস জিতে আফগান দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর বলে কর্নওয়াল ম্যাজিক। ওপেনার ইব্রাহিম জাদরানকে ১৭ রানে হোল্ডারের হাতে ক্যাচ করিয়ে বিপক্ষকে প্রথম ধাক্কা দেন কর্নওয়াল।

একেএকেএরপর রহমত শাহ, আসগর আফগানরা রাহকিমের শিকার হয়ে সাজঘরে ফিরে যান। ৬৮.২ ওভার খেলে আফগান দল ১৮৭ রানে গুটিয়ে যায়। কর্ণওয়েল ৭৫ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন। ৫ টি মেডেন করেন ডানহাতি স্পিনার। বাকি তিন উইকেটের মধ্যে জেসন হোল্ডার ২টি ও জোমেল ১টি উইকেট পেয়েছেন। আফগানিস্তান দলের হয়ে ওপেনার জাভেদ আহমাদি সর্বোচ্চ ৩৯ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং

জবাবে দিনের শেষে ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ দল ৬৮ রান তুলেছে। ৩০ রানে ক্রিজে রয়েছেন ক্যাম্পবেল। ১৯ রানে তাঁর সঙ্গী ব্রুকস। ওয়েস্ট ইন্ডিজ এখনও পিছিয়ে ১১৯ রানে।

অগাস্টে অভিষেক, নভেম্বরে স্টার

প্রসঙ্গত দেশের হয়ে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে কিংস্টোন টেস্টে রাহকিমের আন্তর্জাতিক অভিষেক হয়। এরপর দ্বিতীয় টেস্টেই সাত উইকেট তুলে নিয়ে তারকা কর্ণওয়াল।

English summary
AFG VS WI: Cornwall registers 7/75, Afg bowl out for 187 runs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X