For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনিকে নিয়ে সন্দেহ নেই, সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন বিরাট

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে নিয়ে ছেলেখেলা করেছে ভারতীয় দল এবার টিম ইন্ডিয়ার ফোকাসে মিশন ক্যান্ডি 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

টেস্টে হোয়াইট ওয়াশের পর ওয়ান ডে-তেও ধামাকা পারফরমেন্স টিম ইন্ডিয়ার। ডাম্বুলায় শ্রীলঙ্কা বধের পর এবার ফোকাসে ক্যান্ডিতেও নিজেদের জয়রথ এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু ক্রিকেট ম্যাচের আগে ক্রিকেটের বাইরের প্রশ্নও সামনে চলে আসছে।

ধোনিকে নিয়ে সন্দেহ নেই, সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন বিরাট

তবে ম্যাচের আগের দিন ফের একবার ধোনির হয়ে সওয়াল করলেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর সাফ কথা ধোনির ক্ষমতা নিয়ে কারো মনে কোনও প্রশ্ন নেই। দিন কয়েক আগে নির্বাচন কমিটির প্রধান জানিয়েছিলেন দলে কারোর জায়গাই নিশ্চিত নয়। এমনকি মহেন্দ্র সিং ধোনির জায়গাও নিশ্চিত নয়। এরপরই সন্দেহ ঘনায় ওয়াকিবহালমহলে। তাহলে ধোনির ক্রিকেট জীবনেও যতিচিহ্ন নেমে এল।

কিন্তু এই সন্দেহকে অমূলক বলে উড়িয়ে দিয়েছেন বিরাট কোহলি। জানিয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি খারাপ ফর্মের মধ্যে দিয়ে গেলেও দ্রুত ফর্মে ফেরার ক্ষমতা রাখেন মাহি।

ধোনিকে নিয়ে সন্দেহ নেই, সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন বিরাট

এদিকে পরপর হারে জর্জরিত শ্রীলঙ্কা ক্রিকেট সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে বলে যা করুণা পরিবেশ তৈর করা হচ্ছে তাতে গলে যেতে রাজি নন বিরাট। বাইশ গজের লড়াই ক্রিকেটের মাধ্যমেই সারতে হবে। এবং এর মধ্যে দিয়েই তৈর করতে হবে দলকে। জানিয়েছেন বিরাট। দুর্বল প্রতিপক্ষ বলে কোনও বিষয় হালকাভাবে নিতে রাজি নন তিনি।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">.<a href="https://twitter.com/coach_rsridhar">@coach_rsridhar</a> has a whole bag of tricks & cricket balls - with <a href="https://twitter.com/imVkohli">@imVkohli</a>, <a href="https://twitter.com/klrahul11">@klrahul11</a>, <a href="https://twitter.com/ajinkyarahane88">@ajinkyarahane88</a> & <a href="https://twitter.com/JadhavKedar">@JadhavKedar</a> <a href="https://twitter.com/hashtag/SLvIND?src=hash">#SLvIND</a> <a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash">#TeamIndia</a> <a href="https://t.co/j13PXQ2OnV">pic.twitter.com/j13PXQ2OnV</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/900583654421811200">August 24, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিকে কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, তিলকরত্নে দিলশানরা অবসর নেওয়ার পর থেকেই খারাপ সময় চলছে শ্রীলঙ্কার ক্রিকেটে। দেশের এই ধারাবাহিক ব্যর্থতার জন্য এবার নড়েচড়ে বসেছে সরকার। ব্যর্থতার কারণ অনুসন্ধান ও সমস্যা সমাধানের জন্য চার সদস্যের কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়শেখরা।

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামার আগের দিন এই কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন তিনি। প্রাক্তন ক্রিকেটার, প্রাক্তন নির্বাচক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠন করা হবে। ১৪ দিনের মধ্যে এই কমিটি গঠন করে বিশেষ সেমিনারের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়ামন্ত্রী।

English summary
After Dambula focused India takes on Sri Lanka in Kandy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X