For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনিকে 'ছাঁটাই' বোর্ডের, মাহির সামনে ভবিষ্যতের কোন পথ খোলা রইল

ধোনিকে 'ছাঁটাই' বোর্ডের, মাহির সামনে ভবিষ্যতের কোন পথ খোলা রইল

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট কেরিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার পর চোট আঘাত বাদ দিলে সেভাবে কোনও দিন বাদ পড়তে হয়নি। কিন্তু এবার হল!

দল থেকে নয়, বোর্ডের বার্ষিক আর্থিক চুক্তির পাতায় বাদ পড়লেন ধোনি। বোর্ডের চুক্তি থেকে 'ছাঁটাই'-এর পর ধোনি যুগের অবসানের ইঙ্গিত পরিষ্কার। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ধোনি যে আর ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিকল্পনায় নেই, বিসিসিআইয়ের জাতীয় চুক্তি থেকে মাহির বাদ পড়ার ছবিতে তা পরিষ্কার।

একনজরে দেখে নিন ক্রিকেট ভবিষ্যত নিয়ে ধোনির সামনে কী কী পথ খোলা রইল

উইকেট কিপিং মেন্টর

উইকেট কিপিং মেন্টর

ভারতীয় দলে ধোনির অবদান ভোলার নয়। ব্যাট থেকে দস্তানা হাতে দেশকে অনেক সাফল্য দিয়েছেন। এবার দলের সিনিয়র হিসেবে নিজেকে অন্য ভূমিকায় মেলে ধরতে পারেন মাহি। এই মূহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের দৌড়ে থাকা উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ যথেষ্ট পরিণত নয়, সেই নিয়ে কোনও সন্দেহ নেই।

সেক্ষেত্রে অবসর না নিয়েও দলের সঙ্গে পন্থকে বিশ্বকাপের জন্য তৈরি করতে উইকেট কিপিং মেন্টর হিসেবে নতুন ভূমিকায় মাঠে নামতে পারেন প্রাক্তন ভারত অধিনায়ক।

 আইপিএলে অঙ্ক ঘোরাতে পারেন ধোনি

আইপিএলে অঙ্ক ঘোরাতে পারেন ধোনি

সামনে চলতি বছরের আইপিএল অপেক্ষা করছে। সেখানে চেন্নাই দলের অধিনায়ক হিসেবে তথাকথিত 'বুড়োদের দল'-এর দায়িত্ব নিয়ে আরও একটা মরসুম খেলবেন ধোনি। আইপিএলে নিজের পারপর্ম্যান্স ধরে রেখে সব অঙ্ক ঘুরিয়ে দিতে পারেন মাহি।

এই মুহূর্তে বিশ্বকাপের জন্য বোর্ডের ভাবনায় ধোনি নেই। সেক্ষেত্রে আইপিএলে ভালো পারফর্ম্যান্স করে বোর্ডকে ফের বিশ্বকাপের উইকেটকিপার, ফিনিশার ব্যাটসম্যান বাছাইয়ের ক্ষেত্রে চিন্তায় ফেলে দিতে পারেন ধোনি।

আবেগ লুকোতে ওস্তাদ মাহি!

আবেগ লুকোতে ওস্তাদ মাহি!

ধোনির সঙ্গে যারা দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন, তারা সবাই একবাক্যে স্বীকার করেন ধোনি আবেগ লুকানোর ক্ষেত্রে ওস্তাদ। সেক্ষেত্রে অবসর জল্পনা জারি রেখে অঘোষিত অবসর নিয়ে নিজের মতো জীবন কাটাতে পারেন মাহি। অর্থাৎ বোর্ড ধোনিকে ফেয়ারওয়েল দেওয়ার সব রকম প্রস্তুতি করলেও দেশের ক্রিকেট সংস্থার চোখে ফাঁকি দিয়ে নিজেকে 'আই অ্যাম আনঅ্যাভেলেবল' ঘোষণা করে দেশ বিদেশ ঘুরে বেড়িয়ে আলোচনায় থেকে যেতে পারেন ধোনি।

জোর সা ঝটকা!

জোর সা ঝটকা!

বরাবরই চমক দিতে পছন্দ করেন ধোনি। সেটা ২০১৪ সালে অস্ট্রেলিয়াতে তাঁর টেস্ট অবসর থেকে শুরু করে ২০১৭ সালে সীমিত ওভারের নেতৃত্ব থেকে সরে আসা। এবারও নিজের অবসর নিয়ে সবাইকে জোর ধাক্কা দিতে পারেন ধোনি।

এবং প্ল্যান এ নইলে প্ল্যান বি

এবং প্ল্যান এ নইলে প্ল্যান বি

ধোনির অন্যতম পরিচিত ক্রিকেট সঙ্গী সুরেশ রায়না একাধিক ইন্টারভিউয়ে বলেছেন, ধোনির কাছে সবসময় একাধিক প্ল্যানিং তৈরি থাকে। মাঠে কোনও একটা প্ল্যানিং ব্যর্থ হলে মুহূর্তে অন্যটা বেছে নেয়। সেক্ষেত্রে ধরে নেওয়াই যায়, অবসর নিতে চাইলে ধোনি নিশ্চয় পাকা পরিকল্পনা সাজিয়ে রেখেছেন। আর সেক্ষেত্রে মাহি নিজেই বলতে পারবেন ঠিক কখন কবে তিনি অবসর নেবেন!

English summary
After missing BCCI Annual Contract what left for MS Dhoni
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X