For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভ-দ্রাবিড় ছা়ড়াও ২০ জুন অভিষেক আরও এক ভারতীয় ক্রিকেটারের!

সৌরভ-দ্রাবিড় ছা়ড়াও ২০ জুন অভিষেক আরও এক ভারতীয় ক্রিকেটারের!

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেটে ২০ জুন! স্মরণীয় এই দিনে ভারতের দুই প্রজন্মের সেরা তিন ক্রিকেটারের অভিষেক হয়েছিল।

সৌরভের অভিষেক

সৌরভের অভিষেক

১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে আজকের দিনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাকিটা ইতিহাস। টেস্টে সাত হাজারের বেশি রান, ওডিআইয়ে ১০ হাজর প্লাস, সঙ্গে একাধিক রেকর্ড। অধিনায়ক হিসেবে দেশকে ২০০৩ বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া। ক্রিকেট থেকে প্রশাসক হিসেবে সিএবি প্রেসিডেন্ট হয়ে আজ ভারতীয় ক্রিকেটের সর্বময় কর্তা।

রাহুল দ্রাবিডে়র অভিষেক

রাহুল দ্রাবিডে়র অভিষেক

সৌরভের সঙ্গে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একই টেস্ট অভিষেক রাহুল দ্রাবিড়ের।পরবর্তী সময়ে সৌরভের মতো তিনিও ভারতীয় দলের অধিনায়ক ছিলেন।

লর্ডস সৌরভ ও রাহুলের অভিষেক টেস্টে দুজনের স্কোর

লর্ডস সৌরভ ও রাহুলের অভিষেক টেস্টে দুজনের স্কোর

আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেটদুনিয়ায় মন জয় করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বেহালার বাঁ-হাতি ২০ টি বাউন্ডারির সাহায্যে ১৩১ রানের ইনিংস খেলেছিলেন। অন্যদিকে ঐ ম্যাচে অভিষেক করা ডানহাতি রাহুল দ্রাবিড় ৯৫ রান করে আউট হয়েছিলেন।

২০ জুন আরও এক ক্রিকেটারের অভিষেক

২০ জুন আরও এক ক্রিকেটারের অভিষেক

২০০৮ সালে ওডিআই ক্রিকেটে অভিষেক হওয়ার পর ২০১১ সালে ২০ জুন অর্থাৎ আজকের দিনে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন বিরাট কোহলি। বর্তমান ভারত অধিনায়ক অভিষেক টেস্টে অবশ্য দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৯ রান(৪ ও ১৪ রান) করেন। পরবর্তী সময়ে টেস্ট ক্রিকেটে বিশ্বজুড়ে বিরাটের দারুণ সুনাম। ক্রিকেটে দীর্ঘমেয়াদি টেস্ট ফর্ম্যাটে বিরাট ২৭টি শতরান হাঁকিয়েছেন। সর্বোচ্চ সংগ্রহ ২৫৪ নটআউট।

English summary
After Sourav Ganguly-Rahul Dravid, Virat kohli made debut on June 20
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X