For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুনে টেস্টে লজ্জাজনক রেকর্ড ছুঁলেন এই প্রোটিয়া ওপেনার, বিস্তারিত জেনে নিন

ভারতের বিরুদ্ধে পুনে টেস্টে এক লজ্জাজনক অধ্যায় রচনা করলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম। এতদিন যে রেকর্ড ছিল প্রোটিয়া লেজেন্ড গ্যারি কার্স্টেন ও হার্শেল গিবসের। কী সেই রেকর্ড, একবার দেখে নিন।

  • |
Google Oneindia Bengali News

ভারতের বিরুদ্ধে পুনে টেস্টে এক লজ্জাজনক অধ্যায় রচনা করলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম। এতদিন যে রেকর্ড ছিল প্রোটিয়া লেজেন্ড গ্যারি কার্স্টেন ও হার্শেল গিবসের। কী সেই রেকর্ড, একবার দেখে নিন।

দুই ইনিংসে শূণ্য

দুই ইনিংসে শূণ্য

পুনে টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নেমে দুই ইনিংসেই শূণ্য রানে আউট হন ডান হাতি ব্যাটসম্যান এইডেন মার্করাম। প্রথম ইনিংসে উমেশ যাদবের বলে আউট হন প্রোটিয়া ওপেনার। দ্বিতীয় ইনিংসে মার্করামকে আউট করেন ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মা।

তালিকায় গ্যারি

তালিকায় গ্যারি

২০০০-০১ মরশুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্রিজটন টেস্টের দুই ইনিংসেই শূণ্য রান করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বাঁ-হাতি ওপেনার তথা লেজেন্ড গ্যারি কার্স্টেন। ৬ বছর সেই রেকর্ড একাই ধরে রেখেছিলেন গ্যারি।

 পাশে গিবস

পাশে গিবস

২০০৬-০৭ মরশুমে গ্যারি কার্স্টেনের রেকর্ড ছুঁয়ে ফেলেন দক্ষিণ আফ্রিকার ডান হাতি ওপেনার হার্শেল গিবস। জোহানাসবার্গে ভারতের বিরুদ্ধে টেস্টের দুই ইনিংসে শূণ্য রান করে আউট হয়েছিলেন প্রোটিয়া লেজেন্ড। এক বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট এলিজাবেথ টেস্টে ফের দুই ইনিংসে শূণ্য রানে আউট হন হার্শেল গিবস।

বিতর্কিত আউট

বিতর্কিত আউট

পুনে টেস্টের চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে ফলো-অন করতে পাঠায় ভারত। দিনের প্রথম ওভারেই ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মার বলে প্রোটিয়া ওপেনার এইডেন মার্করামকে লেগ বিফোর উইকেট দেন আম্পায়ার নাইজেল লং। রিভিউ না নিয়ে সাজঘরের দিকে হাঁটা লাগান দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান। পরে দেখা যায় যে আউট ছিলেন না মার্করাম।

English summary
Aiden Markram faces dubious record in Pune test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X