For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋষভের থেকে অভিজ্ঞ ঋদ্ধিমানকেই এগিয়ে রাখলেন দেশের প্রাক্তন উইকেটরক্ষক

ঋষভের থেকে অভিজ্ঞ ঋদ্ধিমানকেই এগিয়ে রাখলেন দেশের প্রাক্তন উইকেটরক্ষক

  • |
Google Oneindia Bengali News

তরুণ ঋষভ পন্থ নয়, অভিজ্ঞ ঋদ্ধিমান সাহাকেই এগিয়ে রাখলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক অজয় রাতরা। কিন্তু দেশ নয়, বিদেশের মাটিতেও টেস্টে ভারতীয় দলের হয়ে উইকেটের পিছনে দেখতে চান রাতরা। ঠিক কী বলেছেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক।

ঋদ্ধিমান সাহার কেরিয়ার

ঋদ্ধিমান সাহার কেরিয়ার

ভারতের হয়ে ৩৭টি টেস্ট ও ৯টি ওয়ান ডে ম্যাচ খেলা ঋদ্ধিমান সাহা দুই ফর্ম্যাটে যথাক্রমে ১২৩৮ ও ৪১ রান করেছেন। টেস্টে ৯২টি ক্যাচ নেওয়ার পাশাপাশি ১১ জন ব্যাটসম্যান স্ট্যাম্প আউট করেছেন বাংলার উইকেটরক্ষক। অন্যদিকে ওয়ান ডে-তে ১৭টি ক্যাচ নেওয়ার পাশাপাশি ১ জন ব্যাটসম্যানকে স্ট্যাম্প আউট করেছেন ঋদ্ধি।

ঋষভ পন্থের কেরিয়ার

ঋষভ পন্থের কেরিয়ার

ভারতের হয়ে ১৩টি টেস্ট, ১৫টি ওয়ান ডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ঋষভ পন্থ, তিন ফর্ম্যাটে যথাক্রমে ৮১৪, ৩৪৬ ও ৪১০ রান করেছেন। টেস্টে ৫৯টি ক্যাচ নেওয়ার পাশাপাশি ২ জন ব্যাটসম্যানকে স্ট্যাম্প করেছেন ঋষভ। অন্যদিকে ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে পন্থের ক্যাচ ও স্ট্যাম্পের সংখ্যা যথাক্রমে ৮/১ ও ৭/৪।

ঋদ্ধি বনাম ঋষভ

ঋদ্ধি বনাম ঋষভ

সাধারণ দেশের মাটিতে হওয়া টেস্ট ম্যাচগুলিতে ভারতীয় দলে খেলার সুযোগ পান ঋদ্ধিমান সাহা। অন্যদিকে, বিদেশে সুযোগ পান ঋষভ পন্থ। সম্ভবত ব্যাটিং পারফরম্যান্সের নিরিখে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে মনে করেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক অজয় রাতরা। ব্যাটসম্যান হিসেবে ঋষভ দুর্দান্ত হলেও কিপিং দক্ষতায় তিনি ঋদ্ধির থেকে পিছিয়ে রয়েছেন বলে মনে করেন রাতরা। তাঁর কথায়, উইকেটের পিছনে স্পিন ও পেসের বিরুদ্ধে সমানভাবে সাবলীল ঋদ্ধিমান।

বিদেশেও সুযোগ পাক ঋদ্ধি

বিদেশেও সুযোগ পাক ঋদ্ধি

শুধু দেশ নয়, বিদেশের মাটিতেও ঋদ্ধিমান সাহাকে জাতীয় দলের প্রথম একাদশে রাখা উচিত বলে মনে করেন অজয় রাতরা। যিনি দেশের হয়ে ৬টি টেস্ট ও ১২টি ওয়ান ডে খেলেছেন। তার মধ্যে ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হারানো টিম ইন্ডিয়ার সদস্য ছিলেন রাতরা। ওই সিরিজে একটি শতরানও রয়েছে তাঁর।

করোনার করাল গ্রাসে ক্রিকেট! এবার ভারত থেকে কেন দুটি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার হুমকি দিল আইসিসিকরোনার করাল গ্রাসে ক্রিকেট! এবার ভারত থেকে কেন দুটি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার হুমকি দিল আইসিসি

English summary
Ajay Ratra prefers Wriddhiman Saha most rather than Rishabh Pant
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X