For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের ওয়ান ডে দলে ফেরার ব্যাপারে আশাবাদী এই তারকা ক্রিকেটার

ভারতের ওয়ান ডে দলে ফেরার ব্যাপারে আশাবাদী এই তারকা ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

তাঁকে বাইরে রেখেই ইংল্যান্ড বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছিল ভারত। ব্যাটিং ব্যর্থতায় টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর, ৫০ ওভারের ক্রিকেটে তাঁকে ফের টিম ইন্ডিয়ার জার্সিতে দেখতে চেয়েছিলেন অনেকে। কিন্তু তাঁর কপালে সে সিঁকে ছেঁড়েনি। ফলত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে সুযোগ পেয়ে জ্বলে উঠেছিল অজিঙ্ক রাহানের ব্যাট। ক্য়ারিবিয়ান দ্বীপপুঞ্জের পর দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটেও শতরান হাঁকান তিনি। এই ফর্ম জারি থাকলে তিনি ফের ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেট খেলবেন বলেও বিশ্বাস করেন রাহানে।

ভারতের ওয়ান ডে দলে ফেরার ব্যাপারে আশাবাদী এই তারকা ক্রিকেটার

১৪ নভেম্বর মধ্যপ্রদেশের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ভালো পারফর্ম করাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন অজিঙ্ক রাহানে। কারণ তিনি বিশ্বাস করেন যে টেস্টে ধারাবাহিক ভাবে রান করে যেতে পারলে তিনি ফের ভারতের ওয়ান ডে দলে ডাক পাবেন। রাহানের কথায়, আত্মনির্ভরতা থাকলে অনেক কঠিন কাজও সহজে করা সম্ভব হয়। মনে আত্মবিশ্বাস নিয়ে তিনি এগিয়ে যেতে চান বলেও জানিয়েছেন টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়ক।

৩১ বছরের অজিঙ্ক রাহানে ভারতের হয়ে ৯০টি ওয়ান ডে ম্যাচ খেলেন। ৩৫.২৬-র গড়ে ২৯৬২ রান করেন তিনি। ওয়ান ডে-তে তিনটি সেঞ্চুরি ও ২৪টি হাফ সেঞ্চুরি রয়েছে রাহানের। ২০১৫-র ৫০ ওভারের বিশ্বকাপে ভারতীয় দলকে প্রতিনিধিত্ব করা এই ক্রিকেটার এখন সীমিত ওভারের ক্রিকেট থেকে পুরোপুরি ব্রাত্য বলা চলে। কিন্তু তিনি যে ফের একদিনের ক্রিকেটে ফিরতে চান, তা রাহানের কথাতেই স্পষ্ট। যদিও এখন তাঁর সম্পূর্ণ ফোকাস ১৪ নভেম্বর ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে শুরু হতে চলা টেস্ট ম্যাচে রয়েছে বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। রাহানের কথায়, বাংলাদেশ যথেষ্ট ভালো দল। তাদের

English summary
Ajinkya Rahane is hopeful to return into Team India's ODI sides
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X