For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় দল থেকে বাদ পড়ে খুশি, নিজেই কারণ জানালেন রাহানে

ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের দল থেকে বাদ পড়েছেন অজিঙ্ক রাহানে। তবে তিনি তাতে একেবারেই মুষড়ে পড়ছেন না।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের দল থেকে বাদ পড়েছেন অজিঙ্ক রাহানে। তবে তিনি তাতে একেবারেই মুষড়ে পড়ছেন না। বরং এই বাদ পড়া তাঁর শাপে বর হবে বলেই মনে করছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটে টি২০ ও তিনটে একদিনের ম্যাচ খেলবে ভারত। তারপরে খেলবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।

ভারতীয় দল থেকে বাদ পড়ে খুশি, নিজেই কারণ জানালেন রাহানে

তারও আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারত তিনটে টি২০-র সিরিজ খেলবে। এই কোনও সিরিজেই রাহানে খেলছেন না। তবে এই ফাঁকা সময়কেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের প্রস্তুতির সময় হিসাবে তিনি দেখছেন।

আফগানিস্তানের বিরুদ্ধে আগামী ১৪ জুন থেকে বেঙ্গালুরুতে একটি টেস্ট খেলবে ভারত। বিরাট কোহলির চোট থাকায় তাঁর জায়গায় অধিনায়কত্ব করবেন রাহানে। তারপর প্রস্তুতি নিতে ইংল্যান্ডে চলে যাবেন। এবং অগাস্ট থেকে টেস্ট সিরিজ খেলবেন।

রাহানে বলেছেন, আগামী বিশ্বকাপের স্কোয়াডে ঢোকার কথা ভেবে আপাতত টেস্টেই মনোসংযোগ করতে চান তিনি। সেখানে ভালো খেললে একদিনের ক্রিকেট বিশ্বকাপের দলে ঢোকার সুযোগ আসতে পারে। আমি বিশ্বাস করি ২০১৯ বিশ্বকাপ দলে জায়গা পাব। বলেছেন রাহানে।

আত্মবিশ্বাসী রাহানের ব্যাখ্যা,আমি যখনই সুযোগ পেয়েছি, ভালো খেলার চেষ্টা করেছি। ওয়েস্ট ইন্ডিজে টুর্নামেন্টের সেরা হয়েছি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সফল হয়েছি। ফলে আমি আত্মবিশ্বাসী, ২০১৯ বিশ্বকাপ দলে সুযোগ পাব।

English summary
Ajinkya Rahane sees ODI axe as opportunity to prepare for England Tests
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X