For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে নেই অজিঙ্ক রাহানে,মুখ খুললেন জিঙ্কস

একদিনের সিরিজে শিখর ধাওয়ান ছিটকে যাওয়ায় ওপেনার হিসেবে সুযোগ পেয়েছিলেন অজিঙ্ক রাহানে, এবার তিনি বাদ পড়লেন টি-টোয়ন্টি থেকে। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

অজিঙ্ক রাহানে এবার মুখ খুললেন ,তাও আবার দল থেকে বাদ পড়া নিয়ে। রাহানের সাম্প্রতিক পারফরম্যান্স রীতিমতো ভাল। একদিনের ম্যাচেও তিনি নিশ্চিত নয়। তবুও যখন সুযোগ পান, তখনই তিনি জ্বলে ওঠেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে নেই অজিঙ্ক রাহানে,মুখ খুললেন জিঙ্কস

তবুও বিসিসিআই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচের ১৫ জনের দল জায়গা পাননি অজিঙ্ক রাহানে। এই মুম্বইকার টেকনিক্যাল ক্ষমতা নিয়ে কখনই প্রশ্ন উঠতে পারে না। তবুও এবারের একদিনের দলে শিখর ধাওয়ান দলের বাইরে চলে যাওয়ায় শিকে ছিঁড়েছিল অজিঙ্ক রাহানের কপালে। প্রথম ম্যাচে ৫ করলেও পরবর্তী ম্যাচগুলিতে ৫৫, ৭০, ৫৩ ও ৬১ রান করেছিলেন তিনি।

পারফরম্যান্স দিয়েও ছোট ফর্মাটের খেলায় নিজের জায়গা নিশ্চিত করতে ব্যর্থ তিনি। তবুও নির্বাচকদের বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই তাঁর। অজিঙ্ক বলেছেন, 'আমরা অনেক ক্রিকেট খেলি। টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা যা সিদ্ধান্ত নেবেন সেটাই স্বাগত।'

দলের মধ্যে প্রতিযোগিতাকেও স্বাগত জানিয়েছেন জিঙ্কস।তাঁর এই প্রতিযোগিতা সুস্থ প্রতিযোগিতা। যে যখন সুযোগ পায় তখন পারফর্ম করে দল লাভবান হয়। আর নিজের পারফরম্যান্স এতে উন্নত করতেও সুবিধা হয়। অজিঙ্ক রাহানে বলেছেন, 'আমি এই প্রতিযোগিতা উপভোগ করি। '

অন্যদিকে একদিনের ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের নিয়ে খুশি অজিঙ্ক রাহানে। তবুও তার আক্ষেপ অনেকগুলি ৫০ করলেও ১০০ না করতে পারার জন্য।

English summary
Ajinkya Rahane speaks about his exclusion from T-20 squad 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X