For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় ক্রিকেটেও কি স্বজনপোষণ চলে? সুশান্তের মৃত্যুর পর সরব হয়ে কী বললেন প্রাক্তন ক্রিকেটার

ভারতীয় ক্রিকেটেও কি স্বজনপোষণ চলে? সুশান্তের মৃত্যুতে পর সরব হয়ে কী বললেন প্রাক্তন ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় মর্মান্তিক মৃত্যু বিভিন্ন ক্ষেত্রে স্বজনপোষণের ধারাকে নাড়িয়ে দিয়েছে। সুশান্তের চলে যাওয়ার পর থেকে দেশ জুড়ে স্বজনপোষণের বিরুদ্ধে শুরু বিপ্লব! সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে কয়েক লক্ষ সিনেপ্রেমী মুম্বই লবি ও বলিউডের স্বজনপোষণের বিরুদ্ধ তীব্র ভাষায় সমালোচনা করে চলেছেন। বলিউডের মতো ক্রিকেটেও কি স্বজনপোষণ হয়? ক্রিকেটপ্রেমীদের মনে এই প্রশ্ন ঘোরাফেরা করতে পারে। সেই নিয়েই এবার দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া মুখ খুলেছেন।

ভারতীয় ক্রিকেটে কি স্বজনপোষণের ধারা হয়েছে?

ভারতীয় ক্রিকেটে কি স্বজনপোষণের ধারা হয়েছে?

দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া ভারতীয় ক্রিকেটে স্বজনপোষণের ধারা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তার মতে এমনটা হলে, অনেক আগে নামী ক্রিকেটারের সন্তানরা দেশের জার্সিতে খেলার সুযোগ পেয়ে যেতেন। ক্রিকেট ক্ষেত্রে ভারতে প্রতিভার গুণমান পরখ করে তারপরই উঠতিদের সুযোগ দেওয়া হয়।

কেন সচিন তেন্ডুলকরকে স্বজনপোষণ প্রসঙ্গে টানলেন আকাশ

কেন সচিন তেন্ডুলকরকে স্বজনপোষণ প্রসঙ্গে টানলেন আকাশ

এই প্রসঙ্গে বলতে গিয়ে আকাশ কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও তার ছেলে অর্জুন তেন্ডুরকরের নাম উল্লেখ করেছেন। বক্তব্যে আকাশ বলেন, 'সচিন পুত্র অর্জুন দারুণ প্রতিভা। ও ইংল্যান্ডে, ইংল্যান্ড দলকে নেটে বোলিং করে। জনি বেয়ারস্টোর আঙুল ভেঙে কয়েক মাসের জন্য ছিটকেও দিয়েছিল। ২০১৭ সালে মহিলা বিশ্বকাপ ফাইনালে আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে নেটে বোলিংও করেছে। কিন্তু সে এখনও কিন্তু আর্জান্তিক ক্রিকেট খেলে উঠতে পারেনি।'

আকাশ চোপড়া যা বললেন

আকাশ চোপড়া যা বললেন

দেশের প্রাক্তন ওপেনার সঙ্গে জুড়েছেন, 'অর্জুনকে প্রতিটা ম্যাচে বোলিং করার সুযোগ কিন্তু নিজের যোগ্যাতায় অর্জন করে নিয়ে হয়। তেন্ডুলকরের ছেলে বলে কোনও দিন কিন্তু তাঁকে কোনও বাড়তি সুবিধে দেওয়া হয়নি। দল নির্বাচনেও কোনও দিন তেন্ডুলকরের পরিচয়ে অর্জুন সুযোগ পায়নি।'

প্রসঙ্গত সুনীল-রোহন

প্রসঙ্গত সুনীল-রোহন

পাশাপাশি সুনীল গাভাসকর ও তাঁর পুত্র রোহন গাভাসকরের নাম টেনে আকাশ জুড়েছেন, 'ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাসকরের ছেলে রোহন। সে কিন্তু বাবার মতো দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেনি।ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন খেলেছিল। কিন্তু ক্রিকেটে বাবার মতো উচ্চতায় যেতে পারেনি।সেই কারণেই ভারতীয় ক্রিকেটে কোনওদিন কোনও স্বজনপোষণ হয় না হলফ করে বলতে পারি।'

English summary
akash chopra denies claims of nepotism in Indian cricket says Arjun Tendulkar didn't get easy access to Team India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X