For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তোমার হল শুরু, আমার হল সারা - অভিষেককারীর হাতে থামলেন বিদায়ী কুক

বিদায়ী ইনিংসে ১৪৭ রানে থামলেন অ্যালিস্টার কুক। ভারতের অভিষেককারী ক্রিকেটার হনুমা বিহারী তার উইকেটটি পেলেন।

  • |
Google Oneindia Bengali News

এ যেন তোমার হল শুরু, আমার হল সারা - অভিষেককারী হনুমা বিহারীর বলে শেষ হল কুক-অধ্যায়। শেষ ইনিংসে ১৪৭ রান করে থামলেন কুক। ভারতের বিরুদ্ধেই টেস্টে অভিষেক হয়েছিল কুকের। সেই টেস্টে দ্বিতীয় ইনিংসে শতরান করে নিজের আবির্ভাবের জানান দিয়েছিলেন এই ইংরেজ ব্যাটসম্য়ান। ১৬০ টেস্ট পরে আরও একটি ভারতের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় ইনিংসে শতরান করে বিদায়বেলাটা স্মরণীয় করে রাখলেন অ্যালিস্টার কুক।

অভিষেককারীর হাতে থামলেন বিদায়ী কুক

শেষ ইনিংসে কুক খেলেছেন ২৮৬টি বল। ১৪টি চার সহ ১৪৭ রান করেন। যেভাবে এগোচ্ছিলেন তাতে মনে করা হচ্ছিল হয়ত দ্বিশতরানও করে ফেলবেন। কিন্তু তা হতে দিলেন না ভারতের হয়ে এই টেস্টেই অভিষেক করা হনুমা বিহারী। ঘরোয়া ক্রিকেটে প্রতি ম্যাচেই ৩-৪ ওভার করে হাত ঘোরালেও 'ভাল বোলার' এরকম কোনও তকমা নেই তাঁর নামে। সেই তাঁরই একটি অফস্পিন বল এই দিন কুকের ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় ঋষভ পন্থের হাতে।

ওভালে উপস্থিত জনতার সমবেত করতালির মধ্য দিয়ে অভিবাদন গ্রহন করতে করতে শেষবারের মতো মাঠ ছাড়েন কুক। শেষ হত আরও একটি ক্রিকেটিয় অধ্যায়।

অবশ্য শেষ ইনিংসে বেশ কয়েকটি রেকর্ড ভেঙে দেন কুক। ইতিহাসে মাত্র ৫ নম্বর ব্যাটসম্য়ান হিসেবে ঢুকে পড়েন টেস্ট ক্রিকেটের এক বিরল ক্লাবে। প্রথম ও শেষ টেস্টে শতরান প্রাপকদের ছোট্ট ক্লাবে তিনি নবতম সদস্য হয়েছেন। সেই সঙ্গে উঠেছেন টেস্টে বাঁহাতিদের করা রানের সর্বোচ্চ শিখরে কেরিয়ারে মোট ১২,৪৭২ রান হল তাঁর। ভেঙে দেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার রেকর্ড। সাঙ্গার করা ১২,৪০০ রানই এতদিন বাঁহাতিদের করা সর্বোচ্চ রান ছিল।

মোট ১৬১ টেস্টে তিনি ১২,৪৭২ রান করলেন। তাঁর কেরিয়ার ব্যাটিং গড় দাঁড়ালো ৪৫.৩৫। মোট ৩৩টি শতরান ও ৫৭টি অর্ধশতরান করেছেন তিনি। ডাবল সেঞ্চুরি রয়েছে মোট ৫টি সর্বোচ্চ ২৯৪ রান করেছিলেন ভারতেরই বিরুদ্ধে ২০১১ সালে এজবাস্টনে।

English summary
Alastair Cook has made a stunning 147 at his farewell innings. Debutant Hanuma Vihari has got his wicket.
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X