For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদায়ী টেস্টে কুকের শৈল্পিক ব্যাটিং-এ মুগ্ধ ওভাল, ইংল্যান্ডকে অলআউট করতে চাই ৩ উইকেট

সিরিজের ফয়সালা হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ওভালে সিরিজের শেষ টেস্ট ভারতের কাছে মর্যাদার লড়াই।

Google Oneindia Bengali News

সিরিজের ফয়সালা হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ওভালে সিরিজের শেষ টেস্ট ভারতের কাছে মর্যাদার লড়াই। কিন্তু মর্যাদার টেস্টে ভারতের বিরুদ্ধে যিনি গলিয়াথ হয়ে ওঠার চেষ্টা করলেন তিনি অ্যালিস্টার কুক। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে কুকের এটাই শেষ টেস্ট ম্যাচ। ভারতের বিরুদ্ধে গত টেস্টগুলির একটিতেও অর্ধশতরান ছিল না ইংল্যান্ডের প্রাক্তন এই ব্যাটসম্যান-এর। কিন্তু এদিন রীতিমতো ৭১ রান করলেন তিনি।

বুমরাহ ও ইশান্তের কাঁধেই প্রথম দিন ভর রাখল ভারত

কুকের ব্যাটিং আর মইন আলির লড়াই ছাড়া ইংল্য়ান্ডের ব্যাটিং লাইন-আপ নিয়ে এদিন বলার মতো কিছুই নেই। ওভাল টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ডের অল-আউট হয়ে যাওয়ার কথা। কিন্তু, বুমরাহ, ইশান্ত আর জাদেজা ছাড়া কোনও বোলারই উইকেট তুলতে পারেননি। মহম্মদ সামির ভাড়ারও শূন্য। অভিষেক ঘটা হনুমান বিহারীও মাত্র ১ বোলার করেন। প্রথম দিনের খেলার শেষে শেষমেশ ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ১৯৮রান। ভারতের ইশান্ত শর্মা ৩টি এবং বুমরাহ ও জাদেজা ২টি করে উইকেট নিয়েছেন।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্য়ান্ড। ৬০ রানের মাথায় ইংল্য়ান্ড তাদের প্রথম উইকেট খোয়ায়। বহুদিন পর টেস্টে সুযোগ পাওয়া জাদেজা ভারতকে প্রথম ব্রেক পাইয়ে দেন জেননিংসকে প্যাভিলিয়নে পাঠিয়ে। এরপর বুমরাহ ইংল্যান্ডের ১৩৩ রানের মাথায় কুককে বোল্ড করে দেন। একই ওভারে জো রুট-কেও প্যাভিলিয়নে ফেরত পাঠান বুমরাহ। একে একে প্যাভিলিয়নের পথ ধরেন বেয়ারস্টো, স্টোকস। কিন্তু, উল্টোদিকে অবিচল টেস্ট ব্যাটিং করে যান মইন আলি। ইশান্ত প্যাভিলিয়নে ফেরত পাঠান বেয়ারস্টো, স্টোকস ও মইন আলিকে। কিন্তু, অন্য ভারতীয় বোলাররা উইকেট তুলতে ব্যর্থ হওয়ায় ইংল্য়ান্ড প্রথম দিনের শেষেও ইনিংসকে বাঁচিয়ে রেখেছে। এখন ব্যাট করছে বাটলার ও রশিদ। শনিবার দ্রুত ৩ উইকেট না নিতে পারলে ইংল্য়ান্ড লড়াই করার মতো স্কোর প্রথম ইনিংসে খাড়া করে দিতে পারে।

English summary
In his last test in international career Alister Cook was batting like a centurion but Bumrah suddenly stuck has stopped a great batting.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X