For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

না চাইতেই হল নজির! ৩ ওভারেই খতম ম্যাচ, ক্রিকেট-ইতিহাসে উঠল ওমানের নাম

স্কটল্যান্ডকে ২৮০ বল বাকি থাকে পরাজিত করল ওমানকে। ফলে বল হাতে থাকার নিরিখে একদিনের ক্রিকেটের ইতিবাসে সবচেয়ে বড় হারের আবাঞ্ছিত নজির গড়ল ওমান।

  • |
Google Oneindia Bengali News

স্কটল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচেই ওমান গড়ে ফেলল এক লজ্জার রেকর্ড। মাত্র ২৪ রানেই অলআউট হয়ে গেল তারা। জবাবে মাত্র ৩ ওভারেই জয়ে পৌঁছে গেল স্কটিশরা। ৩০০ বলের ম্যাচে জয় পেল ২৮০ বল বাকি রেখে। ফলে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড হল। অবাঞ্ছিত কারণেই ইতিহাসে উঠল ওমানের নাম।

না চাইতেই হল নজির, ক্রিকেট-ইতিহাসে ওমানের নাম

আল আমারতে মাত্র ১৭.১ ওভার স্থায়ী হয় ওমানের ইনিংস। তার মধ্যে ৩৩ বছরের খাওয়ার আলি একাই ১৫ রান করেন। ওমানের ব্য়াটসম্য়ানদের মধ্যে তিনিই একমাত্র একটি বাউন্ডারি মারতে সক্ষম হন। স্কটিশ বোলারদের মধ্যে রুয়াইধ্রি স্মিথ ও অ্যাড্রিয়ান নেইল দুজনেই ৪টি করে উইকেট নেন। বাকি দুটি শিকার করেন অ্যালসডেয়ার ইভান্স।

জবাবে দুই স্কটিশ ওপেনার এমএইচ ক্রস ও কেজে কোয়েতজের যথাক্রমে ১০ ও ১৬ করে অপরাজিত থাকেন।

তবে ওমানের ভাগ্য বাল, এখনও তারা সরকারি ওডিআই ম্যাচ খেলার ছাড়পত্র পায়নি। তাই ক্রিকেটের সরকারি রেকর্ড বইতে এই লজ্জা নথিবদ্ধ হবে না। তাদের খেলা গুলিকে লিস্ট-এ ক্রিকেটে ধরা হয়। এই ধরণের ক্রিকেটেও একদিনের ম্যাচে এটিই সবচেয়ে বড় পরাজ/sর নজির।

English summary
Oman have created an unwanted history of the biggest margin of loss by balls remaining as Scotland defeated them with 280 balls to spare. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X