For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন 'থ্রি-ডি' টুইট, কেনই বা অবসর এবং ফিরে আসা, স্পষ্ট করলেন আম্বাতি রায়ডু

ভারতের বিশ্বকাপের দলে সুযোগ না পেয়ে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আম্বাতি রায়ডু। কিছুদিন আগেই অবসর ভেঙে ক্রিকেটে ফিরেও এসেছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

ভারতের বিশ্বকাপের দলে সুযোগ না পেয়ে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আম্বাতি রায়ডু। কিছুদিন আগেই অবসর ভেঙে ক্রিকেটে ফিরেও এসেছেন তিনি। এরই মধ্যে বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার হতাশায় বিসিসিআই-র প্রধান নির্বাচক এমএসকে প্রসাদের উদ্দেশে টুইটারে ব্যঙ্গাত্মক উক্তিও করেছিলেন রায়ডু। এত কিছুর কী মানে, তা এতদিনে স্পষ্ট করলেন ভারতীয় ক্রিকেটার।

প্রসাদ বনাম রায়ডু

প্রসাদ বনাম রায়ডু

ভারতের বিশ্বকাপের দলে আম্বাতি রায়ডুর পরিবর্তে অল রাউন্ডার বিজয় শঙ্করকে নেওয়া হয়। এ ব্যাপারে যুক্তি দিতে গিয়ে বিসিসিআই-র প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেছিলেন, অল রাউন্ডাররা ক্রিকেট মাঠে ত্রিমুখী বা থ্রি ডাইমেনশনার পারফরম্যান্স দেন। এর পাল্টা হিসেবে আম্বাতি রায়ডু টুইটারে লিখেছিলেন, তিনি ভাবছেন যে বিশ্বকাপ দেখার জন্য থ্রি-ডি চশমা পরবেন।

কেন এমন হতাশা

কেন এমন হতাশা

সম্প্রতি এক সাক্ষাৎকারে আম্বাতি রায়ডু বলেছেন, ইংল্যান্ড বিশ্বকাপের জন্য তিনি নিজেকে দুর্দান্ত ভাবে তৈরি করেছিলেন। প্রচুর পরিশ্রম করেছিলেন। তিনি কতটা এগিয়ে ছিলেন, তা বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে ওয়ান ডে-তে তাঁর পারফরম্যান্স দেখলে বোঝা যায় বলে জানিয়েছেন রায়ডু। এত কিছুর পরেও তাঁকে বিশ্বকাপের দলে না রাখায় তিনি ভেঙে পড়েছিলেন বলে জানিয়েছেন রায়ডু। সঙ্গে এও বলেছেন, হয়তো বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের চার নম্বর নিয়ে নির্বাচকদের অন্য কোনও পরিকল্পনা ছিল। সেই হতাশার থেকেই তিনি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বলে জানিয়েছেন এই দক্ষিণি ব্যাটসম্যান।

কেন ফিরে আসা

কেন ফিরে আসা

আম্বাতি রায়ডু জানিয়েছেন, এই দুঃসময়ে চেন্নাই সুপার কিংস তাঁর পাশে দাঁড়ায়। সিএসকে ম্যানেজমেন্টের পাশাপাশি ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ ও নোয়েল ডেভিড তাঁকে মানসিক ভাবে চাঙা করেন বলেও জানিয়েছেন রায়ডু। শেষ পর্যন্ত তাঁদের কথাতেই তিনি আবার ক্রিকেটে ফিরে আসার সিদ্ধান্ত নেন বলেও জানিয়েছেন এই ডান হাতি ব্যাটসম্যান।

English summary
Ambati Rayudu explains why he reacted after exclusion from Indian World Cup side
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X