For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৪ দিনের মধ্যে দিতে হবে পরীক্ষা! হার্দিক-রাহুলের পর ভারতকে সমস্যায় ফেললেন 'বোলার' রায়ডু

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ওডিআই ম্যাচের পর কর্মকর্তারা আম্বাতি রায়ডুর বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছেন। 
 

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপের মাত্র কয়েকমাস আগে একের পর এক সমস্যা এসে হাজির হচ্ছে ভারতীয় শিবিরে। হার্দিক-রাহুল বিতর্ক রয়েইছে, এরমধ্যে সিডনি একদিনের ম্য়াচের পর আম্বাতি রায়ডুর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে গেল। জানা গিয়েছে শনিবারের ম্যাচের পর ম্য়াচ অফিশিয়ালরা রায়ডুর অ্যাকশন 'সন্দেহজনক' বলে রিপোর্ট দিয়েছেন।

১৪ দিনের মধ্যে বোলার রায়ডুকে দিতে হবে পরীক্ষা

রায়ডু কাজ চালিয়ে দেওয়ার মতো বল করতে পারলেও তাঁকে কালেভদ্রে বল করতে দেখা যায়। শনিবার কিন্তু তাঁকে পার্ট টাইম বোলার হিসেবে ব্যবহার করেন অধিনায়ক বিরাট। মাত্র ২ ওভার বল করে ১৩ রান দেন তিনি। কোনও উইকেট পাননি। বলে কোনও ছন্দও পাচ্ছিলেন না বলে তাঁকে দ্রুত সরিয়েও নেওয়া হয়।

দুই ওভার বল করলেও তার মধ্যেই তাঁর অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হয় আম্পায়ার ও ম্য়াচ রেফারির মনে। রবিবার (১৩ জানুয়ারি) ম্যাচ অফিশিয়ালদের রিপোর্ট ভারতীয় টিম ম্যানেজমেন্টের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী ১৪ দিনের মধ্যে তাঁকে এই সংক্রান্ত পরীক্ষায় বসতে হবে। তবে ফলাফল না আসা অবধি তিনি বোলিং করা চালিয়ে যেতে পারবেন।

English summary
Ambati Raydu's bowling action was reported by the match officials after the end of the 1st ODI between India and Australia at Sydney Cricket Ground.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X