For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাঁটুর চোটে বিশ্বকাপের বাইরে আন্দ্রে রাসেলও, পরিবর্ত সুনীল আমব্রিস

ভারতের শিখর ধাওয়ানের পর ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলও। বৃষ্টির পাশাপাশি চোটের জন্যও কিছুটা হলেও রং ফিকে হল বিশ্বকাপের।

  • |
Google Oneindia Bengali News

ভারতের শিখর ধাওয়ানের পর ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলও। বৃষ্টির পর চোটে জর্জরিত বিশ্বকাপের রং যেন আরও একটু ফিঁকে হল।

পরপর ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ক্যারিবিয়ান দলকে ঝাঁকুনি দিয়ে হাঁটুর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আন্দ্রে রাসেল। যাঁর ধুমাধার ব্যাটিং দেখার জন্য অপেক্ষায় ছিল ক্রিকেট বিশ্ব, তাঁর এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না অনেকে। জামাইকান টর্নেডোর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিয়ান দলে অন্তর্ভূক্তি ঘটছে ২৬ বছরের সুনীল আমব্রিসের।

হাঁটুর চোটে বিশ্বকাপের বাইরে আন্দ্রে রাসেলও, পরিবর্ত সুনীল আমব্রিস

উল্লেখ্য, আন্দ্রে রাসেলের এই হাঁটুর চোট বেশ কয়েক মাসের পুরনো। সেই চোট নিয়েই আইপিএলের এই মরশুমে কেকেআরের জার্সিতে ১৪ ম্যাচ খেলে সর্বোচ্চ ২০৪.৮১ স্ট্রাইক রেটে ৫১০ রান করেছেন তিনি। হাঁকিয়েছেন সবচেয়ে বেশি ৫২টি ছক্কা। তাই চোট থাকা সত্ত্বেও বিধ্বংসী ফর্মে থাকা জামাইকান তারকাকে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে রাখতে দেরি করেননি সেদেশের নির্বাচকরা।

যদিও তার ফল হল মারাত্মক। বলতে গেলে, এই চোটের কারণেই বিশ্বকাপে চেনা ছন্দে পাওয়া যায়নি ক্য়ারিবিয়ান টর্নেডোকে। টুর্নামেন্টে চার ম্যাচ খেলে মাত্র ৩৬ রান করেছেন রাসেল। নিয়েছেন পাঁচটা উইকেট। চোটের জন্য বিশ্বকাপের দুটি ম্যাচ খেলতেও পারেননি রাসেল। নিউজিল্যান্ড ম্যাচ শেষের পর জামাইকান তারকার চোট পরীক্ষা করা হয়। চোটের গভীরতা বুঝে রাসেলকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট।

English summary
Andre Russell also ruled out of World Cup due to knee injury, Sunil Ambris replace him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X