For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরিয়ানি নিয়ে বাকবিতণ্ডা, সিএসকে দল নিয়ে রাতারাতি হোটেল ছাড়লেন অগ্নিশর্মা ধোনি

Google Oneindia Bengali News

বিরিয়ানি নিয়ে বাকবিতণ্ডা, সিএসকে দল নিয়ে রাতারাতি হোটেল ছাড়লেন অগ্নিশর্মা ধোনি
হায়দ্রাবাদ, ১৯ সেপ্টেম্বর : ভারত এবং চেন্নাই সুপার কিংস-এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ওরফে মাহি একেবারে অগ্নিশর্মা। হায়দ্রাবাদের চ্য়াম্পিয়ন লিগ চলাকালীন যে পাঁচতারা হোটেলে ধোনি সহ গোটা সিএসকে দল উঠেছিল সেই হোটেল কর্তৃপক্ষের উপরে ধোনি এতটাই রেগে গিয়েছিলেন যে গোটা দল এমনকী সহকারি কর্মীদের নিয়ে অন্য হোটেলে রওনা দিলেন।

কিন্তু ধোনির এমন রাগের কারণ কী? মিডিয়া সূত্রের খবর, 'হায়দ্রাবাদি বিরিয়ানি'। 'মুম্বই মিরর'-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় ছেলে অম্বটি রাযুদু বাড়িতে তৈরি হায়দ্রাবাদি বিরিয়ানি পাঠিয়েছিলেন ধোনি ও তার দলের জন্য। কিন্তু হায়দ্রাবাদের হোটেল গ্র্যান্ড কাকাতিয়ার কর্মী অধিনায়ক ও তার দলকে ওই বিরিয়ানি খেতে বাধা দেন।

রায়ুদু হায়দ্রাবাদে ছিলেন না। কিন্তু ধোনি ও তার দলের জন্যে কোনওমতে বাড়িতে তৈরি হায়দ্রাবাদি বিরিয়ানি তৈরি করে ধোনিদের হোটেলে পাঠিয়ে দেন। হোটেলের নিয়ম অনুযায়ী, বাইরের খাবার হোটেল চত্ত্বরের মধ্যে খাওয়া যায় না। কিন্তু তবুও সিএসকে দলের কথা মাথায় রেখে হোটেলের তরফে নিজেদের ঘরে বসে বাইকে থেকে আনানো বিরিয়ানি খাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু ধোনি চেয়েছিলেন হোটেলের বোর্ডরুমে বসে সবাই বিরিয়ানি খাবেন। কিন্তু হোটেল সে অনুমতি দেয়নি।

এরপরই রেগেমেগে গ্র্যান্ড কাকাতিয়া থেকে বেরিয়ে তাঁদেরই প্রধান প্রতিদ্বন্দ্বী তাজ কৃষ্ণায় চলে যান গোটে দল ও সহকারী কর্মীদের নিয়ে। আশ্চর্যজনকভাবে বিসিসিআই-র বেশ কিছু আধিকারিকেরও থাকার ব্যবস্থা হয়েছিল কাকাতিয়ায়। কিন্তু ধোনিকে অনুসরণ করে তারাও তাজ কৃষ্ণাতেই গিয়ে ওঠেন। এমনকী বিসিসিআই প্রধান এন শ্রীনিবাসনও কাকাতিয়ায় নিজের বুকিং বাতিল করে দেন।

গ্র্যান্ড কাকাতিয়ার তরফে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে। হোটেলের জনসংযোগ আধিকারিক সুহাসিনি জানিয়েছেন, "এই বিষয়ে চেন্নাইয়ে সুপার কিংস-এর আধিকারিকদের জিজ্ঞাসা করুন, কেন তারা কোনও কিছু না জানিয়েই হোটেল খালি করে বেরিয়ে যান।"

এদিকে বিসিসিআই-এর এক আধিকারিক জানিয়েছেন, "বিরিয়ানিই প্রধান কারণ কিনা জানি না, আমি যতটুকু খবর পেয়েছি তাতে ধোনি হোটেল পরিষেবায় অখুশি ছিল। তাই হোটেল স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। "

English summary
Angry Dhoni fights for biryani, moves CSK out of hotel
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X