For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কুম্বলে কড়া কোচ নন', শাস্ত্রী জমানায় কোন ভারতীয় ক্রিকেটার বললেন এ কথা

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শেষ করে কলকাতায় ফিরলেন ঋদ্ধিমান সাহা।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

উইকেটের পিছনে ও সামনে পারফরমেন্স দিয়ে প্রশংসা আদায় করে নিয়েছেন বাংলার ঋদ্ধিমান সাহা। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলের হোয়াইট ওয়াশ করার পিছনে তাঁর পিছনেও কৃতিত্ব কিছু কম ছিল না। কলকাতায় ফিরে অবশ্য বিতর্ক উস্কে দিলেন ঋদ্ধিমান সাহা।

ঋদ্ধির বিচারে কুম্বলে-শাস্ত্রী

অনিল কুম্বলে কড়া কোচ বলে অভিযোগ করেছিলেন ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। কিন্তু ঋদ্ধির মতে কুম্বলকে তাঁর কড়া কোচ বলে মনে হয়নি। ঋদ্ধি জানিয়েছেন, ' আমার মনে হয় না বিষয়টা সেরকম। দল পরিচালনা করার জন্য কড়া হওয়া প্রয়োজন। কারোর সেটা কড়া মনে হতে পারে, কারোর সেটা কড়া নাও মনে হতে পারে। কুম্বলের বিষয়ে আমার সেটা কখনই মনে হয়নি। '

দারুণ পারফরমেন্স ঋদ্ধির

রবি শাস্ত্রী ও অনিল কুম্বলে দুটো আলাদ মানুষ তাঁদের পরিচালনার ধরণটাও আলাদা। কুম্বলে সবসময় আমাদের বড় স্কোর করতে বলতেন আর বিপক্ষকে ১৫০-২০০ রানে আউট করে দিতে বলতেন। অন্যদিকে রবি শাস্ত্রী বলেন মাঠে যাও আর বিপক্ষকে মাঠের বাইরে ছুঁড়ে ফেলে দাও।

২০১৫ -র পর থেকে টানা ৮টি টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে দু'বছর আগে টেস্ট হেরেছিল ভারতীয় দল। তারপর থেকে দল হিসেবে আমরা দারুণ পারফর্ম করে চলেছি। বারবার নিজেদের ব্যাটারি রিচার্জ করে নিচ্ছি।

ইংল্যান্ডের প্রাক্তন উইকেট কিপার বব টেলরের সঙ্গে ঋদ্ধির তুলনা করেছেন রবি শাস্ত্রী। কিন্তু ঋদ্ধি জানিয়েছেন, তিনি বব টেলরের খেলা দেখেননি। যখনই খেলতে নামি নিজের সেরাটা দিতে নামি। এটাই তাঁর রেসিপি।

English summary
Anil Kumble was never very strict, says wriddhiman saha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X