For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে গৃহবন্দি! 'STAY AT HOME'-এর মানে কী বোঝালেন অনুষ্কা

লকডাউনে গৃহবন্দি! 'STAY AT HOME'-এর মানে কী বোঝালেন অনুষ্কা

  • |
Google Oneindia Bengali News

করোনা রুখতে বিশ্বজুড়ে প্রতিটি দেশেই এখন লকডাউন পরিস্থিতি। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুপুরী ইতালি! ধুঁকছে মার্কিন যুক্তরাষ্ট্র। করোনার করাল গ্রাস থেকে বাঁচতে ভারতে সামাজিক সংক্রমণ শুরুর আগেই লকডাউন শুরু হয়েছে। ১৪ এপ্রিল প্রথম লকডাউন উঠলেও ভাইরাস সংক্রমণ রুখতে দ্বিতীয় লকডাউনের সিদ্ধান্ত নিয়ে পারে প্রশাসন।

'STAY AT HOME'- এর মানে কী বোঝালেন অনুষ্কা

'STAY AT HOME'- এর মানে কী বোঝালেন অনুষ্কা

এই পরিস্থিতিতে দেশবাসীকে প্রতি মুহূর্তে ঘরে থাকার জন্য বার্তা দেওয়া হচ্ছে। ক্রিকেটার থেকে বলিউড তারকা প্রত্যেকেই নাগরিকদের ঘরে থাকার জন্য অনুরোধ জানাচ্ছেন। এবার 'STAY AT HOME'-এর মানে কী, সেটাই অভিনব কায়দায় বুঝিয়ে দিলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।

STAY-এর ব্যাখ্যা

STAY-এর ব্যাখ্যা

এদিন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে 'STAY AT HOME'-এর মানে বুঝিয়েছেন অভিনেত্রী। S=STAY SAFE, অর্থাৎ নিরাপদে থাকুন। T=TRACK YOUR TIME অর্থাৎ এই লকডাউনে গৃহবন্দি থাকলে সময়কে গুরুত্ব দিন। ঘরি ধরে কাজ করুন। হাতে অফুরন্ত সময়, সেটাই সঠিক ব্যবহার করতে বলেছেন অনুষ্কা। A=ADOPT A HOBBY অর্থাৎ কাজের ব্যস্ততার জন্যে যে হবিগুলি আপনি করে উঠতে পারেন না, সেইগুলোই এই অফুরন্ত সময়ে ফের শুরু করুন। Y=YOU WILL BE OKEY, অর্থাৎ কঠিন সময়ে নিজেকে ভালোবাসলে আরও ভালো থাকবেন।

AT-এর ব্যাখ্যা

AT-এর ব্যাখ্যা

AT- এর A হল ACE AT CHORES এবং T হল THINK POSITVE, অর্থাৎ ঘরের কাজে মন বসানও নেগেটিভ ভাবনা এড়িয়ে চলুন।

HOME-এর ব্যাখ্যা

HOME-এর ব্যাখ্যা

HOME- এর ব্যাখ্যায় অনুষ্কা বলেছেন, H=HELP, O=ORGANISE YOUR MIND, M=MAKE MEMORIES, E=EXERCISE। এভাবেই অন্যকে সাহায্য করে মন ভালো রাখা ও পুরনো দিনের ভালো স্মৃতির কথা মনে করে লকডাউনের ছুটিতে নিজেকে আরও বেশি করে সময় দিতে বলেছেন অনুষ্কা। সেই সঙ্গে প্রতিদিন নিয়ম করে শরীর চর্চার অভ্যাস তৈরি করতে বলেছেন বিরাট-পত্নী।

English summary
anushkha sharma expresses meaning of 'STAY AT HOME' in Corona Lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X