For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের অধিনায়ক পদে সরফরাজকে আর দেখতে চান না কোচ আর্থার, পিসিবি-র কাছে দরবার

পাকিস্তানের অধিনায়ক পদে সরফরাজকে আর দেখতে চান না কোচ আর্থার, পিসিবি-র কাছে দরবার

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান ক্রিকেট দলে অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে কোচ মিকি আর্থারের দ্বন্দ্ব অবশেষে প্রকাশ্যে এল। ক্রিকেটের সবকটি ফর্ম্যাটে পাক দলের অধিনায়ক পদ থেকে সরফরাজের অপসারণ দাবি করেছেন আর্থার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে এই ইস্যুতে আবেদনও করেছেন দক্ষিণ আফ্রিকান। এক নজরে দেখে নেওয়া যাক ঘটনাপ্রবাহ।

-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
বিশ্বকাপে ব্যর্থতা

বিশ্বকাপে ব্যর্থতা

ইংল্যান্ড বিশ্বকাপের লিগ তালিকার পাঁচ নম্বরে শেষ করে পাকিস্তান ক্রিকেট দল। প্রতিযোগিতার সেমিফাইনালে না পৌঁছনোর জন্য সরফরাজ আদমেদ নেতৃত্বাধীন দলকে দেশে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। বিশ্বকাপের জন্য পাকিস্তানের দল নির্বাচন নিয়েও প্রশ্ন ওঠে।

কোচ-অধিনায়ক দ্বন্দ্ব

কোচ-অধিনায়ক দ্বন্দ্ব

সরাসরি না হলে ইংল্যান্ড বিশ্বকাপে ব্যর্থতার দায় পরোক্ষে একে অপরের কাঁধে চাপাতে ব্যস্ত হয়ে পড়েন অধিনায়ক সরফরাজ আহমেদ ও কোচ মিকি আর্থার। যদিও পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ও কোচের এই দ্বন্দ্ব এতদিন প্রকাশ্যে আসেনি।

পিসিবি-র পর্যবেক্ষণ

পিসিবি-র পর্যবেক্ষণ

২০১৯ বিশ্বকাপে ব্যর্থতার পর সরফরাজ আহমেদকে আর পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রাখা হবে কিনা, তা নিয়ে আলোচনা শুরু হয়। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে ঠিক করা হয়, টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটে আলাদা অধিনায়ক বাছা হবে। সেক্ষেত্র সীমিত ওভারের ম্যাচে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাছা হতে পারে সরফরাজ আহমেদকে। অভিজ্ঞ আজহার আলিকে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক বাছা হতে পারে বলে পিসিবি সূত্রে খবর পাওয়া যায়।

আর্থারের বক্তব্য

আর্থারের বক্তব্য

মিকি আর্থার নিজে আরও দুই বছর পাকিস্তান ক্রিকেট দলের কোচ থাকতে চেয়ে পিসিবি-র কাছে আবেদন করেছেন। এই দুই বছরে তিনি পাক ক্রিকেট দলের হুলিয়া পাল্টে দেবেন বলেও দাবি করেছেন। তবে সেই দলে সরফরাজ আহমেদকে অধিনায়ক দেখতে চান না দক্ষিণ আফ্রিকান। তাঁর বক্তব্য, সরফরাজের অধিনায়কত্ব যথেষ্ট ভুল-ত্রুটিপূর্ণ। তাঁর পরিবর্তে স্পিনার শাদাব খানকে দায়িত্ব দেওয়া হলে পাক ক্রিকেট দল ভবিষ্যতে ভালো ফল করবে বলেই মনে করেন মিকি আর্থার।

English summary
Micky Arthur pleads to PCB for sacking of Sarfaraz Ahmed as Pakistan Captain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X